May 25, 2025, 7:38 pm
এম এ আলিম রিপন,সুজানগরঃ সবাইকে শোক সাগরে ভাসিয়ে বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত হলেন সুজানগর উপজেলা নির্বাহী অফিসারের সাবেক ওয়াকফ-সার্ভিস (ও.এস) এবং বিশিষ্ট সমাজ সেবক আব্দুল মালেক। গত সোমবার সকাল ৯টায় তার নিজ গ্রাম সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নের চর দুলাই বজলুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে বিশিষ্ট শিক্ষাবিদ গোলাম রসুল, আব্দুল গফুর, সুজানগর শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী, বজলুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলীসহ বিভিন্ন শ্রেণী পেশার অসংখ্য মানুষ শরীক হন। পরে স্থানীয় পারিবারিক কবরস্থানে আব্দুল মালেক কে সমাহিত করা হয়। এর আগে তিনি রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। পরে আব্দুল মালেকের মরদেহ বহনকারী গাড়ি গ্রামের বাড়ি চর দুলাই এসে পেঁৗছায়। এ সময় সেখানে বিদারক দৃশ্যের অবতারণা হয়। স্বজন,প্রতিবেশীসহ নানা-শ্রেণি-পেশার মানুষ তঁাকে শেষবারের মতো একনজর দেখতে সেখানে ভিড় করেন। কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছয় পুত্র, দুই কন্যা,আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। উল্লেখ্য, প্রয়াত আব্দুল মালেক সুজানগর শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যলয়ের সিনিয়র সহকারী শিক্ষক ও দৈনিক আমার সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি জামিলুর রহমান লিটনের পিতা ।
এম এ আলিম রিপন
সুজানগর প্রতিনিধি।।