May 25, 2025, 8:01 pm
আরিফ রববানী ময়মনসিংহ।।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্মবার্ষিকী উদযাপনের লক্ষ্যে ময়মনসিংহের ত্রিশালের নজরুল মঞ্চ ও সরকারী নজরুল একাডেমী মাঠে তিনদিন ব্যাপী নজরুল মেলার মাঠ পরিদর্শন এবং বই মেলার জন্য নির্মানাধীণ স্টলের কাজ পরিদর্শন করেছেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম।
শুক্রবার (২৩ মে) বিকেলে ত্রিশাল সরকারি নজরুল একাডেমি মাঠে অবস্থিত নজরুল মঞ্চ এবং নজরুল মেলার মাঠ পরিদর্শন করেন। এ সময় জেলা প্রশাসক মুফিদুল আলম নজরুল মেলায় আগত ব্যবসায়ী, মেলার ইজারাদারদের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলেন এবং একই সাথে তিনদিন ব্যাপী নজরুল জন্মজয়ন্তী ও মেলায় যেন কোন প্রকার সমস্যা না হয় তার জন্য সর্বোচ্চ সতর্ক থাকার জন্য উপজেলা প্রশাসনকে নির্দেশনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল বাকিউল বারী, শুকতারা সংঘের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিহাব, নজরুল মেলার ইজারাদার সাব্বির আহাম্মেদ রনি, ত্রিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম জোবায়ের হোসাইন প্রমূখ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল বাকিউল বারী জানান, ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় তিন ব্যাপী জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্মবার্ষিকী উদযাপনের সকল কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। আমরা এর শুভ উদ্বোধনের অপেক্ষায় আছি। এবারে তিন ব্যাপী নজরুল জন্মজয়ন্তী ও মেলার উদ্বোধন করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, দ্বিতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ পরিকল্পনা কমিশন, ভৌত অবকাঠামো বিভাগের সদস্য সিনিয়র সচিব এমএ আকমল হোসেন আজাদ, সমাপনী অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন। এছাড়াও কবির বাল্যস্মৃতি বিজড়িত দুটি স্থান কাজীর শিমলার দারোগা বাড়ি ও নামাপাড়া গ্রামের বিচুতিয়া বেপারি বাড়িতে স্থানীয়ভাবে অনুষ্ঠান আয়োজনের কথা রয়েছে।
উল্লেখ্য, ভারতের আসানসোল থেকে কাজী নজরুল ইসলাম ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাজীর শিমলা গ্রামের দারোগা রফিজ উল্লাহর বাড়িতে আসেন।এখানে বেশ কিছুদিন থাকার পর ত্রিশালের নামাপাড়া গ্রামে রফিজ উল্লাহর এক আত্মীয় বিচুতিয়া বেপারী বাড়িতে জায়গীর হিসেবে চলে যান। তাই ত্রিশালের প্রায় পুরো এলাকা কবি নজরুলের বাল্য স্মৃতি বিজড়িত স্থান হিসেবে স্বীকৃত।