May 16, 2025, 1:36 am
চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ
“টাকা মাত্র দশ হাজার, খুলবে ব্যবসার দ্বার” উক্ত স্লোগানকে সামনে রেখে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন চারঘাট উপজেলার উদ্দ্যোগে “রাজশাহী চেম্বার অফ কর্মাস এন্ড ইন্ডাস্ট্রিজ(RCCI) সদস্যদের নিয়ে সংবর্ধনা, সার্টিফিকেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ মে) সকাল ৬.৩০ ঘটিকা হতে সকাল ৮.৩০ পর্যন্ত শামসুদ্দিন ইসলামী ট্রাস্ট মিলনায়তনে এ আয়োজন করা হয়।
ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন চারঘাট উপজেলার সভাপতি সুফেল রানার সভাপতিত্বে ও সেক্রেটারি মো: মিঠু আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা, সার্টিফিকেট বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী সংগঠনটির রাজশাহী জেলা ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি জনাব মোঃ নুরুজ্জামান লিটন, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী জেলা আইবিডাব্লিউএফের
উপদেষ্টা ও চারঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জননেতা অধ্যক্ষ মোঃ নাজমুল হক,এতে নির্ধারিত বিষয়ের উপর বিশেষ অতিথির আলোচনা পেশ করেন চারঘাট উপজেলা আইবিডাব্লিউএফের সম্মানিত প্রধান উপদেষ্টা মাস্টার আবুল কালাম আজাদ ও জেলা আইবিডাব্লিউএফের কোষাধ্যক্ষ জনাব মোঃ হাজী আমজাদ আলী।
উক্ত সংবর্ধনা, সার্টিফিকেট বিতরণ ও আলোচনা সভার শুরুতেই ব্যবসা ও সুদের পার্থক্য নিয়ে কোরআনের শিক্ষা পেশ করেন চারঘাট উপজেলা আইবিডাব্লিউএফের সহ-সভাপতি জনাব মোঃ তরিকুল ইসলাম। অতঃপর চারঘাট উপজেলা আইবিডাব্লিউএফের উদ্দ্যোগে অতিথিবৃন্দ ও ব্যবসায়ীদেরকে চারঘাট উপজেলা আইবিডাব্লিউএফের পক্ষ থেকে ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়। প্রধান অতিথি সহ সম্মানিত অতিথিবৃন্দ সততার সাথে সেবার নিয়তে ব্যবসা করার আহ্বান জানিয়ে বলেন সকল প্রকার অসৎ ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে সোনার এই দেশে যদি সৎ,যোগ্য ও আল্লাহ ভীরু ব্যবসায়ী তৈরী হয় তাহলে সোনার মদিনার মতো ভরপুর নিয়ামত দ্বারা সজ্জিত হবে আমাদের ছোট্ট এই দেশটি। অতিথিবৃন্দ বলেন ব্যবসাও একটি ইবাদাত আর সৎ ব্যবসায়ীরা কেয়ামতের দিনে নবী-রাসূল ও শহীদগনদের সাথে থাকবেন।
উক্ত আলোচনা সভা শেষে সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিবৃন্দ সকল ব্যবসায়ীদেরকে সার্টিফিকেট বিতরন করার মধ্যদিয়ে সভাপতি উপস্থিত সকল ব্যবসায়ীকে সততার সাথে ব্যবসা পরিচালনার আহ্বান জানিয়ে আলোচনা সভায় যোগদানকারী সকল ব্যবসায়ীকে ধন্যবাদ জানিয়ে উক্ত সভার সমাপ্ত ঘোষণা করেন।
মোঃ মোজাম্মেল হক
চারঘাট, রাজশাহী