May 14, 2025, 11:56 pm
হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কে এক ঘন্টার বৃষ্টিত রাস্তায় হাঁটু পানি ও পুরো এলাকাজুড়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, এতে করে এলাকার পোশাক কারখানার হাজার হাজার শ্রমিকসহ জনগণের চরম ভোগান্তি।
১৪/০৫/ ২০২৫ইং সরেজমিনে গিয়ে জানা গেছে, আশুলিয়ায় খালসহ খালের মুখ দখল করে বিভিন্ন ঘরবাড়ি ও স্থাপনা তৈরি করার কারণে বৃষ্টির পানি আটকা পড়ে এলাকাজুড়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এই জলাবদ্ধতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হবে জাতি জানতে চায়? সরকারি রাস্তা-ঘাট ও খাল বিল যারা দখল করে রেখে জনগণের সমস্যা তৈরি করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবী জানান সচেতন মহল।
জানা গেছে, আশুলিয়ায় সরকারি নয়নজুলি খালসহ ৮টি খাল প্রভাবশালীদের দখলে থাকলেও তা ৫০ বছরেও উদ্ধার করা হয়নি, সংশ্লিষ্ট প্রশাসন নিরব ভুমিকায় থাকার কারণে এই খালগুলো উদ্ধার করতে পারেননি, জানা গেছে, আশুলিয়ার বাইপাইল থেকে জামগড়া বেরুন এলাকায় জলাবদ্ধতার কারণে জনগণের চরম ভোগান্তি হচ্ছে। এর আগে শ্রমিক নেতা সারোয়ার হোসেনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা পানির মধ্যে রাস্তায় দাঁড়িয়ে মানববন্ধন করেন। বিশেষ করে নয়নজুলি খালটি প্রভাবশালীদের দখলে থাকা ও অপরিকল্পিত বাড়ি ঘর নির্মাণ করার কারণে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বলে ভুক্তভোগীরা জানান।
ঢাকার আশুলিয়ায় ১। নয়নজুলি খাল আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড জামগড়া হইতে আশুলিয়া তুরাগ নদী পর্যন্ত ৭ কিলোমিটার, ২। নলীর খাল, ক্যান্টনমেন্ট হইতে বংশাই নদী পর্যন্ত ৬ কিঃ মিঃ, ৩। ডগরতলী খাল, ডগরতলী হইতে বারল খাল পর্যন্ত ৪ কিঃ মিঃ, ৪। বারল খাল, চক্রবর্তী হইতে বংশাইনদী পর্যন্ত ৬ কিঃ মিঃ, ৫। কন্ডার খাল, কন্ডা হইতে সুবন্দী পর্যন্ত ৩ কিঃ মিঃ, ৬। গাজীবাড়ী খাল, নন্দনপার্ক হইতে সুবন্দী পর্যন্ত ৫ কিঃ মিঃ, ৭। ভারারিয়ার খাল, শিমুলিয়া হইতে নলাম পর্যন্ত ৪ কিঃ মিঃ, ৮। গাজারিয়ার খাল, ইয়ারপুর হইতে মনসন্তোষ তুরাগ পর্যন্ত ৫ কিঃ মিঃ। মোট প্রায় ৪০ কিলোমিটার ৮টি খাল প্রভাবশালীদের দখলে থাকলেও রহস্যজনক কারণে সংশ্লিষ্ট প্রশাসন নিরব ভুমিকায় রয়েছেন।
জানা গেছে, শুধু আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নে সামান্য বৃষ্টি হলে প্রায় পাঁচ শতাধিক বাসা বাড়ির ঘরের ভেতরে দূষিত পানি প্রবেশ করে, জামগড়াসহ বিভিন্ন রাস্তার বেহাল অবস্থা। একদিকে ড্রেন ভেঙে পড়েছে, অন্যদিকে অপরিকল্পিত বাড়ি ঘর ও কল কারখানা নির্মাণ করা হয়েছে। প্রায় প্রতিদিন বাসা বাড়ির ময়লা পানি রাস্তায় ছেড়ে দেওয়া হয়, সেই পানিতে রাস্তার জলাবদ্ধতায় বেহাল অবস্থা সৃষ্টি হয়। এর কারণে প্রতিদিন হাজার হাজার শ্রমিকসহ জনগণের চরম ভোগান্তি হচ্ছে বলে ভুক্তভোগীরা জানায়। এ বিষয়ে প্রতিকার চেয়ে একাধিকবার মানববন্ধন করেন স্থানীয়রা, তবুও কোনো ফায়দা হয়নি বলে অনেকেই অভিযোগ করেন। সরেজমিনে গিয়ে জানা যায়, ঢাকার আশুলিয়ার নরসিংহপুর ও ঘোষবাগ এলাকার স্থানীয় মানুষজন একাধিকবার মানববন্ধন করেন, মানববন্ধনে নরসিংহপুর ঢাকা থাই লিমিটেডের দূষিত পানি বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেন স্থানীয়রা। অন্যদিকে আশুলিয়ার জামগড়া, ইউনিকসহ আশপাশের বিভিন্ন সড়কের দুইপাশে ড্রেনের কোনো স্থায়ী ব্যবস্থা নেই, অন্যদিকে ফুটপাত হকারদের দখলে রয়েছে আর খোলা ড্রেন ভেঙ্গে পড়েছে, পাশে শত বছরের সরকারি নয়নজুলি খাল প্রভাবশালিদের দখলে রয়েছে বলে অভিযোগ করেন এলাকাবাসী। বিশেষ করে নয়নজুলি খালটি উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়েছেন সংশ্লিষ্ট প্রশাসন ও এলাকার জনপ্রতিনিধিগণ। অন্যদিকে চোরে চোরে খালাতো ভাই, নয়নজুলি খালটির দুই পাশের জায়গা দখলের নতুন নতুন কৌশল করছে একটি মহল। খালের সরকারি জমিতে অবৈধ স্থাপনা তৈরি করে রেখেছে কোন খুঁটির জোরে তা জাতি জানতে চায়।
আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার হাজী হালিম মৃধা বলেন, আশুলিয়ার বাইপাইল থেকে জিরাবো সড়ক, জামগড়া-বাগবাড়ি রোড, জামগড়া হেয়ন মোড় থেকে মনির মার্কেটের রাস্তার মুখ পর্যন্তসহ বিভিন্ন রোডের পাশে অনেকেই অপরিকল্পিত ভাবে বাড়ি ঘর উঁচু করে নির্মাণ করায় রাস্তা নিচু হয়েছে। ঢাকা জেলার ৮বার সেরা করদাতা বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব তানভীর আহমেদ রোমান ভুঁইয়ার বাসা পর্যন্ত পাকা রাস্তায় সবসময় পানি জমে থাকে। সেই সাথে এলাকার কিছু বাড়ি ও পোশাক কারখানার ময়লা পানি রাস্তায় ছাড়ার কারণে প্রায় সময় নিচু রাস্তায় সেই পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়। রাস্তা দেখে মনে হয় ড্রেনের মতো, জমে থাকা ময়লা পানি গাড়ির চাকায় ঢেউ খেলে। বৃষ্টি না হলেও রাস্তায় পানি জমে থাকে আর বৃষ্টি হলেতো ভিন্ন চিত্র, রাস্তায় হাটু পানি হয়।
ঢাকা জেলা ৮বার সেরা করদাতা বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব তানভীর আহমেদ রোমান ভুঁইয়া বলেন, আশুলিয়া আমার জন্মস্থান তবুও আমি নিজে আশুলিয়ার রাস্তাগুলো গাড়ি নিয়ে পরিদর্শন করে যা দেখছি, তাহলো এক ঘন্টা বৃষ্টি হলে সেই পানির সাথে কিছু কারখানা ও বাড়ির মালিক তাদের ব্যবহত নোংরা পানি রাস্তায় ছেড়ে দেন, এতে করে জলাবদ্ধতা সৃষ্টি হয়। আমরা জানি আশুলিয়া ইয়ারপুর ইউনিয়নের জামগড়াসহ বিভিন্ন রাস্তার বেহাল অবস্থা, ড্রেনেজ ব্যবস্থাও ভেঙ্গে পড়েছে। শত বছরের সরকারি নয়নজুলি খালটিও উদ্ধার হয়নি। সংশিষ্ট সবার সহযোগিতাসহ উক্ত ব্যাপারে সবাই যেন ঐক্যবদ্ধভাবে কাজ করেন, আমিও সাবার সাথে এই কাজে সহযোগিতা করবো।