May 14, 2025, 11:31 pm
কুড়িগ্রাম প্রতিনিধি:
সামাজিক যোগাযোগ মাধ্যম “রেডিও নাগেশ্বরী” ফেসবুকে ছবি ও মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার করায় থানায় সাইবার নিরাপত্তা আইনে অভিযোগ করেছেন দৈনিক মানবকন্ঠ ও এটিএন নিউজের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি এম এস সাগর।
বুধবার (১৪ মে) দুপুরে তিনি নাগেশ্বরী থানায় এ অভিযোগ করেন।
এম এস সাগর বলেন, গত- ১২মে ২০২৫ তারিখে “রেডিও নাগেশ্বরী” নামে একটি সমাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি ও মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালাচ্ছে। বিভিন্ন আইডি থেকে অপ্রীতিকর পোস্ট শেয়ার করে আমার এবং আমার কয়েকজন সংবাদকর্মীর মান-সন্মান ক্ষুন্নসহ হত্যা ও চাঁদা নেওয়ার চেষ্টা এবং হেনস্থা করছে। দৈনিক মানবকন্ঠ এবং এটিএন নিউজের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছি। আমি একজন সংগীত শিল্পী ও গীতিকার। এছাড়াও প্রেসক্লাব নাগেশ্বরীর সভাপতি রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মজিবর রহমানসহ এশিয়ান টেলিভিশনের নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী প্রতিনিধি মিজানুর রহমান মিন্টু, দৈনিক সময়ের কাগজের কুড়িগ্রাম প্রতিনিধি রফিকুল ইসলাম রনজু, এশিয়ান টেলিভিশনের উত্তর ধরলা প্রতিনিধি শফিকুর ইসলাম (শফি) “রেডিও নাগেশ্বরী” ফেসবুক আইডিতে ছবি ব্যবহার করে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অপপ্রচার করেছে। “রেডিও নাগেশ্বরী” ফেসবুকে যা মিথ্যা ও হুমকিমূলক হওয়ায় নিরাপত্তার স্বার্থে নাগেশ্বরী থানা অভিযোগ করেছি। এ বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ করে সাইবার ট্রাইব্যুনালেও মামলা দায়ের করা হবে।
প্রেসক্লাব নাগেশ্বরীর সভাপতি রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মজিবর রহমান বলেন, রেডিও নাগেশ্বরী” নামে সমাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এম এস সাগর এবং কয়েকজন রিপোর্টারের ছবি ও মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালাচ্ছে। এতে সংবাদকর্মীর মান-সন্মান ক্ষুন্ন হয়েছে এবং হেনস্থা করছে। সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক গোলাম রসূল রাজা বলেন, রেডিও নাগেশ্বরী সমাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কয়েকজন রিপোর্টারের ছবি ও মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালাচ্ছে। এতে সংবাদকর্মী কে হেনস্থা করছে। নাগেশ্বরী থানা প্রশাসন এবং উধ্বতর্ন কর্তৃপক্ষ বিষয়টি দ্রুত ব্যবস্থা নিতে আহব্বান জানাচ্ছি।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা বলেন, অভিযোগ পেয়েছি উধ্বতর্ন মহলে কথা বলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।