May 14, 2025, 10:29 pm
কুমিল্লা থেকে, মোঃতরিকুল ইসলাম তরুন,
পীরের ভক্ত অন্যান্য সহযোগী দের সাথে চলতো
সাদ্দাম হোসেন (৩২)বাড়ি
মুরাদনগর উপজেলার রোয়া চালা গ্রামের ইরন মিয়ার ছেলে ছিল সাদ্দাম।
.
এলাকাবাসীর বক্তব্য হচ্ছে, সাদ্দাম চট্টগ্রামে খাতুন গঞ্জের মসলা দোকানে শ্রমিকের কাজ করত,
তার স্ত্রী মিনা বেগম গার্মেন্স কর্মী,তাদের এক মেয়ে ও এক ছেলের রয়েছে।
বাবা সাদ্দাম চট্টগ্রাম থেকে গত কায়েক দিন আগে তার বাবা,মাকে দেখতে আসে নীজ গ্রাম রোয়াসালাতে।
.
গত শনিবার রাতে পাশবর্তী গ্রাম কালারাইয়া, ঐ গ্রামে পীরের আস্তানায় একটি গানের অনুষ্ঠানে গিয়ছিল সে,
অনুষ্ঠান থেকে ফেরার পথে পীরের ভক্ত কাউছার মোল্লার নেতৃত্বে কিছু উচ্ছৃঙ্খল যুবক মিলে নৃশংস ভাবে তাকে হত্যা করে চুরির অপরাধ দেখিয়ে।
সাদ্দাম চুরি করেছে কেউ বলতে পারেনি কিন্তু চুরির অপবাদ দিয়ে একটি জীবন্ত মানুষ কে হত্যা করা হলো, এ ব্যাপারে ঐ এলাকার একাধিক স্থানীয় জনগন সাংবাদিকদের কাছে প্রশ্ন তুলেন
সাদ্দামের তো বাবা, মা আছে, স্ত্রী সন্তান আছে, একটু চিন্তা করেন তো তার পরিবার টির কি অবস্থা হবে?
.
সকল খুনিদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ বিচার নিশ্চিত করার দাবি এখন সবার চাওয়া প্রশাসনের কাছে। এ ব্যাপারে বাঙ্গরা থানার একটি হত্যা মামলা হয়েছে, কয়েক জন আসামি আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানায়।