May 12, 2025, 11:27 pm
এম এ আলিম রিপন ঃ পাবনার সুজানগর উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকাল ৫টায় পৌর শহরের নন্দিতা সিনেমা হল রোড এলাকায় বিএনপির অস্থায়ী এ কার্যালয়ের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এবিএম তৌফিক হাসানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আজম আলী বিশ্বাস, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক রফিকুল ইসলাম মন্ডল, পৌর বিএনপির সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র কামাল হোসেন বিশ্বাস, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক রাশেদুল ইসলাম বাবু মন্ডল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জসিম বিশ্বাস, বিএনপি নেতা হারুন হাজারী, আব্দুস সালাম মোল্লা, গোলাম মোর্তজা, শাহজাহান শেখ,সাফা, মুক্তার শেখ,রইজ বিশ্বাস সহ উপজেলা ও স্থানীয় বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি