May 13, 2025, 7:54 pm
আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
ধামইরহাটে আলতাদিঘী জাতীয় উদ্যানের গেট নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। গেট নির্মাণ কাজে ১৬ মিঃমিঃ রডের স্থলে ১২ মিঃমিঃ রড দিয়ে নির্মাণ কাজ করায় স্থানীয়রা ১৩ মে মঙ্গলবার আপত্তি তুললে এলাকার লোকের মধ্যে জানাজানি হলে এলাকাবাসী অনিয়মের কাজে বাঁধা প্রদান করে এবং অসংখ্য বিক্ষুব্ধ মানুষ অনিয়মে বাঁধা দিতে নির্মাণাধীন গেটের নিকট জমায়েত হয়। একই প্যাকেজের আওতায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ফারিভা অটো আলতাদিঘীতে ২টি ঘাট, বসার বেঞ্চ ইত্যাদি কাজ করছে যার চুক্তিমূল্য ১ কোটি ৫৬ হাজার ৯৬২ টাকা। স্থানীয় আঃ ছালাম অভিযোগ করেন “১৬মিঃ মিঃ রডের পরিবর্তে ১২ মিঃমিঃ রড দিয়ে ঠিকাদার কাজ করে। আমাদের ট্যাক্সের টাকায় কেন অন্যায় কাজ করবে? আমারা সঠিক কাজ চাই।” আবু সাইদ নামে একজন অভিযোগ করেন “রডের মিঃমিঃ কমিয়ে দেওয়া ছাড়াও পাথরের পরিবর্তে ইটের খোয়া ঢালাই কাজে ব্যাবহার করেছে ঠিকাদার। কিছু বললে ঠিকাদারের লোক হুমকি দেয়।” এবিষয়ে ঠিকাদরের প্রতিনিধি মোঃ পরশের সঙ্গে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন,” মিস্ত্রি কাজে ভূল করতে পারে, সেটার সমাধান আছে, কিন্ত কিছু সন্ত্রাসী আমাদের কাজে সমস্যা করছে।”
আলতাদিঘী জাতীয় উদ্যানের কাজ দেখার দায়ীত্বে নিয়োজিত কোম্পানি অ্যাকুম্যান আর্কিটেক্টস এর প্রকৌশলী মাহবুবুর রহমান জানান,১৬মিঃমিঃএর
স্থলে ১২মিঃমিঃ রড ঢালাইয়ের জন্য প্রস্তুত করা হয়েছিল, সেটি খুলে ফেলা হয়েছে। এখন সমস্যা নেই।
বিভাগীয় বন কর্মকর্তা মতলেবুর রহমান বলেন, “ডিজাইন ও এস্টিমেটে যা আছে সেই অনুযায়ী কাজ করতে হবে এটি ঠিকাদারকে বলা হয়েছে।”
এলাকাবাসী আমজনতা সুষ্ঠভাবে যাবতীয় নির্মান কাজ সম্পন্ন করার দাবি জানান।
আবুল বয়ান ।।