May 12, 2025, 6:43 pm
চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর চারঘাট উপজেলার বাদুড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নানা অনিয়ম-দুর্নীতি এবং পকেট কমিটির বিরুদ্ধে ও প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন হয়েছে। জয়পুর-রাজশাহী বিশ্ববিদ্যালয় সড়কের বাদুড়িয়া বাজার এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনের আগে সকাল ১০টার দিকে স্থানীয় বাসিন্দারা বাদুড়িয়া উচ্চ বিদ্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়কে প্রদক্ষিণ করে। মিছিলে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরাও যোগদান করে। পরে বাদুড়িয়া বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন অভিযোগ তোলা হয়, বাদুড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবর আলী বিদ্যালয়ের আওতাধীন ফলজ গাছ লিজ দিয়ে সেই অর্থ আত্মসাৎ করেছে। আ’লীগের দোসরদের সাথে নিয়ে পকেট কমিটি তৈরি করেছে। স্কুল মার্কেটের দোকান ভাড়া টাকাও আত্মসাত করেছে। বিদ্যালয়ে নিজের রাজত্ব কায়েম করে পড়াশোনার পরিবেশ নষ্ট করছে। এজন্য সকল অনিয়ম তদন্ত সাপেক্ষে প্রধান শিক্ষকের অপসারণ দাবি করেন তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলা যুবদলের সদস্য মোঃ শিশির সরকার, ইউসুফপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম সাদ্দাম, ৮ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোহাম্মদ যুবরাজ, যুবদল নেতা মোঃ সবুজ আলী, চারঘাট উপজেলা সমিতি রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সম্পাদক মোঃ সাব্বির আরাফাত ও মোহাম্মদ শিহাব আলী প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, আওয়ামীলীগের দোসর প্রধান শিক্ষক বাবর আলীর কারণে আগষ্ট পরবর্তী যে সংস্কার জনগন আশা করেছিল তার বিন্দু মাত্র প্রভাব বাদুড়িয়া উচ্চ বিদ্যালয়ে দেখা যায়নি।লেখাপড়া উপযোগী পরিবেশ সৃষ্টি করতে অতিদ্রুত পকেট কমিটি বাতিল করে সকল অনিয়ম তদন্ত সাপেক্ষে প্রধান শিক্ষককে অপসারণ করতে হবে। নয়তো বিদ্যালয়ে উপযুক্ত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে স্থানীয় জনগণকে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
এ ব্যাপারে প্রধান শিক্ষক বাবর আলীর সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ গুলো সঠিক নয়। আমি ষড়যন্ত্রের শিকার।
মোঃ মোজাম্মেল হক
চারঘাট, রাজশাহী।।