May 12, 2025, 10:16 am
জাকিরুল ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুরে রেললাইন পার হওয়ার সময় বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে জালাল উদ্দীন ওরফে তামিম (৩৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় তাঁর ছেলে আমির হামজা (৩) মাথায় আঘাত পেয়ে আহত হয়েছে। আজ রোববার বেলা সোয়া একটার দিকে বিরামপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পূর্ব জগন্নাথপুরের বসুন্ধরা আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জালাল উদ্দীন সিলেটের বিয়ানীবাজার উপজেলার হিজলরটুক গ্রামের মো. আলাউদ্দীনের ছেলে। তিনি পেশায় একজন ইমরাত নির্মাণশ্রমিক ছিলেন। কয়েক বছর ধরে বিরামপুর পৌর শহরের চরকুই কাজিপাড়া মহল্লায় শ্বশুর রফিকুল ইসলামের বাড়িতে বসবাস করছিলেন।
স্থানীয় লোকজনের বরাত দিয়ে রেলওয়ে পুলিশ জানায়, আজ বেলা সোয়া একটার দিকে পঞ্চগড় থেকে রাজশাহী অভিমুখী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি বিরামপুর স্টেশন অতিক্রম করছিল। ওই সময় রেলস্টেশন থেকে প্রায় ৪০০ গজ দক্ষিণে বসুন্ধরা আবাসিক এলাকার সামনে জালাল উদ্দীন তাঁর ছেলে আমির হামজাকে নিয়ে রেললাইন পার হচ্ছিলেন। ট্রেনের ধাক্কায় জালাল উদ্দীন ট্রেনের নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু। ছেলে আমির হামজা ট্রেনের ধাক্কায় মাথায় আঘাত পেয়েছে। পরে স্থানীয় লোকজন আমির হামজাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে হিলি রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক তাজরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
মো. জাকিরুল ইসলাম জাকির
বিরামপুর, দিনাজপুর।