May 12, 2025, 8:35 am
আজিজুল ইসলাম, যশোরঃ যশোরের শার্শা উপজেলার নাভারন রেল ক্রাসিংয়ে সিমেন্ট বোঝাই ট্রাকের সাথে ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ট্রাক চালক ও হেলপার আহত হয়েছেন।
রোববার বিকাল ৫টার সময় মোংলা থেকে বেনাপোলের উদ্যেশ্যে ছেড়ে আসা কমিউটার ট্রেন নাভারন রেল ক্রসিং পার হওয়ার সময় সিমেন্ট বোঝাই ট্রাক সামনে পড়ে। ট্রেনের ধাক্কায় ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এবং ট্রাক চালক মাহমুদ হোসেন (৪৫) ও হেলপার কওছার আলী (২৮) গুরুতর আহত হয়।
তাদেকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। স্থানীরা বলেন, ঘটনার সময় ঐ স্থানের গেটম্যান ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না।
নাভারন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, দূর্ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।