May 12, 2025, 9:25 am
কে এম শহীদুল সুনামগঞ্জ:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৬নং রানীগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কুবাজপুর গ্রামের ভূমিহীন মৃত আছকির উল্ল্যাহ”র ছেলে মানিক মিয়াকে প্রশাসন থেকে ২০ শতক বন্দোবস্তকৃত চারাবাড়িতে বসবাসরত অবস্থায় গ্রামের কিছু ভূমিখেকোরা তার চলাচলের রাস্তাটি দখল ও মারপিঠের ঘটনার প্রতিবাদে জায়গা উদ্ধার ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুর সাড়ে ১২টায় কুবাজপুর গ্রামবাসির আয়োজনে গ্রামের রাস্তার পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে গ্রামের শতাধিক লোকজন অংশগ্রহন করেন। এ সময় বক্তব্য রাখেন ভূমিহীন মানিক মিয়া,আহত আর স্ত্রী জামিলা খাতুন,মেয়ে মোছাঃ ওয়াহিদা বেগম,গ্রামের সুুনু মিয়া,মোঃ রাব্বানী,মোঃ তামিম মিয়া,তাজুল ইসলাম,নাজমূল ইসলাম, জুনেদমিয়া প্রমুখ।
বক্তারা বলেন,২০১৭ সালে জগন্নাথপুর উপজেলা প্রশাসন থেকে ৯৯ বছরের জন্য উপজেলার ৬নং রানীগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মুজাহিদপুর মৌজার ১নং খতিয়ানের ১৬৮ নং দাগে কুবাজপুর গ্রামে ২০ শতক চারাজমি বন্দোবস্ত নেন। এই বন্দোবস্ত জমিতে সরকার থেকে একটি টিনসেটের ঘর বানিয়ে দেয়ার পর দিনমুজুর মানিক মিয়া তার পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন। কিন্তু গত ৫ই মে একই গ্রামের আওয়ামীলীগ নামধারী আতাউর রহমান,হাবিব মিয়া,সাজন মিয়া ও মাহমুদুল হাসান সুহেল গংরা তাদের চলাচলের রাস্তাটি দখল করে মাঠি ভরাটের কাজ করার সময় মানিক মিয়ার স্ত্রী জামিলা খাতুন প্রতিবাদ করলে দখলকারীরা তাকে শারীরিবকভাবে লাঞ্চিত করে বলে জানান ভূক্তভোগী পরিবার। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ন্যায় বিচার পেতে এই মানব বন্ধন কর্মসূচী পালন করেছেন তারা।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মাহফুজ ইমতিয়াজ জানান,মানিক মিয়ার পক্ষ থেকে কেহ অভিযোগ দিলে বিষয়টি তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ##