May 12, 2025, 7:28 am
জুনায়েদ খান সিয়াম।।
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের দামোদর কাঠি গ্রামে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্যের বিরুদ্ধে আদালতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে বাদীর ঘর ভেঙে নিয়ে গিয়ে নতুন ঘর উঠিয়ে জমি দখলের অভিযোগ উঠেছে।
বরিশাল বিজ্ঞ অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আদালত এর মামলা নং ১৫২৬ /২০২৪, ও উজিরপুর মডেল থানার অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার শোলক ইউনিয়নের ৮ নং ওয়ার্ড এর ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো, শাহজাহান বেপারী সহ একাধিক জনকে বিবাদী করে আজাহার বেপারি ফৌজদারি কার্যবিধি ১৪৪ ১৪৫ ধারার বিধান মতে দামোদর কাঠি মৌজার এস এ খতিয়ান নং ১৩৩/২১/৭৯/১৩৪/১৩৫ উপর আদালতের নিষেধাজ্ঞ জারি করেন। অভিযুক্ত ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ক্ষমতার প্রভাব খাটি ৯/৫/২৫ তারিখ সকাল দশটায় আদালতে নিষেধাজ্ঞ ভেঙে ১৫ থেকে ১৫ /২০ জন ভাড়াটে সন্ত্রাসী নিয়ে জমিতে থাকা টিনের ঘর, ঘরের আসবাবপত্র ঘরের সামনের সাইনবোর্ড ভেঙে গুড়িয়ে দিয়ে নতুন ঘর উত্তোলন করে নতুন করে সাইনবোর্ড টানিয়ে দেন এ সময় বাধা দিলে অনিকা নামক স্কুলছাত্রীকে শ্লিলতাহানী ও পিটিয়ে যখন করেন। স্কুল ছাত্রী বর্তমানে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন রয়েছেন। ঘটনা সুস্থ তদন্ত করে প্রকৃত অপরাধিদের বিচারের আওতায় দাবি জানান এলাকাবাসী। অভিযোগের বিষয়ে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও ইউপি সদস্য মোঃ শাহজাহান ব্যাপারী জানান আমার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যে, আমি সম্পূর্ণ নির্দোষ, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম জানান ঘটনাটি তদন্ত করে প্রকৃত অপরাধী কে আইনের আওতায় আনা হবে।