May 10, 2025, 6:01 pm
স্টাফ রিপোর্টারঃ
মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি।” শিশুদের প্রতিভা বিকাশ, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং প্রাথমিক শিক্ষার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের প্রাথমিক শিক্ষার উন্নয়নে সৃজনশীল কাজে উৎসাহ ও অনুপ্রেরণা প্রদান এবং তাদের অবদানের স্বীকৃতি প্রদানে প্রতিযোগিতার মাধ্যমে পুরস্কৃত করে উজ্জীবিত করার লক্ষ্যকে সামনে রেখে ময়মনসিংহ সদরে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সারাদেশের ন্যায় উদ্বোধন করা হয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৫।
শনিবার (১০মে) সকালে শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশসসন ও উপজেলা প্রাথমিক
শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ আলোচনা সভা, পুরুস্কার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হলে এতে স্থানীয় প্রশাসন এবং বিদ্যুৎসাহী ব্যক্তিবর্গরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষা সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্স।
উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন,জুলাই আগষ্টের গণঅভ্যুত্থানের পর আবার নতুন আঙ্গিকে, নতুন সম্ভাবনায়, নতুন উদ্দীপনায়,বৈষম্যমুক্ত মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের নব উদ্দমে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের নবতর পথপরিক্রমার সূচনা হল।
তিনি বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার পুরোনো ধারার শিক্ষা পাল্টে এমন এক নতুন শিক্ষার বীজ বপনের কাজে হাত দিয়েছে, যা শিক্ষার্থীরা মুখস্থবিদ্যার বোঝা ঝেড়ে ফলে তাদের কৌতুহল, জিজ্ঞাসা, অনুসন্ধান, গবেষণা ও ভাবনার শক্তিকে জাগাবে ও নেতৃত্বের গুণাবলী তৈরিতে উপযোগী করে তুলবে। এসময় তিনি দেশবাসীকে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের শুভেচ্ছা জানান।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীন এর সভাপতিত্বে ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার নাহিদা পারভীন এর প্রানবন্ত উপস্হাপনায় অনুষ্ঠানটি খুবই উপভোগ্য হয়ে উঠে। অনুষ্ঠানে সহকারী কমিশনার ভূমি সাঈদ মোহাম্মদ ইব্রাহিমসহ প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন স্টেকহোল্ডার ও জুলাই অভ্যুত্থানে ময়মনসিংহে শহীদ সাগরের পিতা বিশিষ্ট মুক্তিযোদ্ধা সহ অনেকেই উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীন। আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন বিদ্যালয়, বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়।