May 10, 2025, 8:25 pm
চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর বাঘা উপজেলার বাঘা ফাজিল মাদরাসা মাঠে কাফেলা স্পোর্টিং ক্লাব কাপের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় শনিবার বিকেল ৫ টায়। বাঘা স্পোর্টস একাডেমী বনাম চক আহমদপুর ন্যাশনাল ক্লাব এর মধ্য এতে ২-১ গোলের ব্যবধানে চক আহমদপুর ন্যাশনাল ক্লাব চ্যাম্পিয়ন হয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি জামায়াত মনোনীত বাঘা-চারঘাট আসনের সংসদ সদস্য পদ প্রার্থী জনাব অধ্যক্ষ মোঃ নাজমুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা জামায়াতের আমীর মোঃ আব্দুল্লাহ আল মামুন(নুহু), উপজেলা জামায়াতের অফিস সম্পাদক জনাব মোঃ সেকেন্দার আলী, বাঘা পৌরসভার আমীর জনাব মোঃসাবদার হোসেন, উপজেলা কর্মপরিষদ সদস্য মাস্টার মোঃ আব্দুর রাজ্জাক, বাঘা পৌর জামায়াতের অফিস সম্পাদক হাফেজ মোঃ রাশেদুল ইসলাম, গড়গড়ি ১নং ওয়ার্ড জামায়াতের সভাপতি জনাব মোঃ জাহিদুল ইসলাম সহ স্থানীয় জামায়াত শিবির নেতৃবৃন্দ সহ সর্বস্তরের জনসাধারণ।
অতিথিবৃন্দ ফুটবল খেলার মাধ্যমে আগামীর আদর্শ যুব সমাজ গঠনে এমন আয়োজন অব্যাহত রাখার আহবান জানান। আধুনিক বাঘা উপজেলা বিনির্মাণে সকল খেলোয়াড়দের এগিয়ে আসার আহবান জানান।
সবশেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরন করেন এবং নেতৃবৃন্দ কাফেলা স্পোর্টিং ক্লাব কাপের কার্যক্রমের সার্বিক সাফল্য কামনা করেন।
মোঃ মোজাম্মেল হক
চারঘাট, রাজশাহী।