May 10, 2025, 6:06 pm
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবারের মত নাক-কান-গলার জটিল অস্ত্রোপচার সম্পন্ন করা হয়েছে। এটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর নব দিগন্তের সূচনা বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. শওকত আলী।
শনিবার (১০ মে) অপারেশন পরবর্তী রোগী ভাল আছে জানান তিনি।
তিনি বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই জটিল অপারেশন সম্পন্ন হয়। নাক কান গলা বিশেষজ্ঞ ডা. চিরঞ্জীব সিনহা পলাশের নেতৃত্বে এই জটিল অপারেশন সম্পন্ন করা হয়।