May 11, 2025, 12:53 am
হেলাল শেখঃ ঢাকার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা উদ্বেগজনক হারে বেড়ে চলেছে, যা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে এবং জননিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছে।
মাদকের বিস্তার ও প্রধান স্পটসমূহ *কেরানীগঞ্জ* এখানে অন্তত ৫০টির বেশি মাদক স্পট সক্রিয় রয়েছে। নির্মাণাধীন ভবন ও খোলা মাঠে মাদক সেবনের ব্যবস্থা থাকায় এলাকাটি মাদক ব্যবসায়ীদের জন্য নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছে। স্থানীয়ভাবে সংকেতের মাধ্যমে মাদক লেনদেন পরিচালিত হয়, যেমন মাথা বা কাঁধ চুলকানো, পানির বোতল হাতে রাখা ইত্যাদি।
মিরপুর: এলাকাটি রাজধানীর অন্যতম প্রধান মাদকপ্রবণ অঞ্চল হিসেবে পরিচিত, এখানে ৫৬টি চিহ্নিত মাদক স্পট রয়েছে, যা ৬২ জন মাদক ব্যবসায়ীর নিয়ন্ত্রণে। মিরপুর মডেল থানা, পল্লবী, কাফরুল, শাহ আলী, রূপনগর, ভাসানটেক ও দারুসসালাম থানা এলাকায় এসব স্পট বিস্তৃত।
সাভার ও আশুলিয়ায় এখানে আশুলিয়া জমজমাট ভাবে মাদকের কারবার চলছে। সাভারের আমিনবাজার এলাকায় মাদকের বড় স্পট রয়েছে। স্থানীয়ভাবে পরিচিত মাদক ব্যবসায়ীরা এলাকায় ইয়াবা, গাঁজা ও ফেনসিডিল সরবরাহ করে, কিছু এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণে স্থানীয় রাজনৈতিক নেতাদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
পুরান ঢাকা ও নদীপথ: মাদক ব্যবসায়ীরা নদীপথ ব্যবহার করে মাদক সরবরাহ করছে। পুরান ঢাকার সোয়ারীঘাট, লালবাগ, সূত্রাপুর এলাকায় মাদক ব্যবসা বিস্তৃত। কেরানীগঞ্জ, সাভার, টঙ্গী, নারায়ণগঞ্জের বন্দর, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ এলাকায় মাদক ব্যবসায়ীরা সক্রিয় রয়েছে, পুলিশ ও র্যাবের অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ ও কিছু মাদক ব্যবসায়ী গ্রেফতার হলেও বেশিরভাগ রয়েছে ধরা ছোঁয়ার বাইরে।