May 9, 2025, 12:28 pm
পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি।।
খুলনার পাইকগাছা উপজেলায় উন্নত ওয়াশ সেবা বিষয়ক অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। চ্যারিটি ওয়াটারের আর্থিক, হেলভেটাস বাংলাদেশের কারিগরি ও আর্থিক সহযোগীতায় এবং ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুরাল পূয়র (ডরপ) আয়োজনে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এসভা উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তৃতা এবং উপস্থাপনা করেন, ডরপের উপজেলার সময়ন্বয়ক পিন্টু চন্দ্র দাস। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, ইউআরসি ইন্সট্রাক্টর মো. ঈমান উদ্দিন, জনস্বাস্থ্যের উপ সহকারী প্রকৌশলী প্রশান্ত পাল, উপজেলা ওয়াশ বাজেট মনিটরিং ক্লাব এর সভাপতি অব. অধ্যাপক জিএমএম আজহারুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট এফএমএ রাজ্জাক। এসময় বক্তৃতা করেন, সাংবাদিক পূর্ণ চন্দ্র মন্ডল, ডিএসকে রিজিওনাল ম্যানেজার মোঃ আবুল হাসান সিদ্দিকী, এসডিএফ মোঃ নাসিম আহমেদ আনসারী, ওয়ার্ল্ড ভিশন ম্যানেজার বিভুদান মন্ডল, রোজিনা খাতুন, পিও নবলোক কাজী ফারহানা আফরোজ, প্যানেল চেয়ারম্যান মোঃ বদরুল আলম, আবুল হাশেম, শেখ খোরশেদুজ্জামান, সহকারী শিক্ষক খান জিয়ারুল ইসলাম, ইউপি সচিব মুহা. বেলাল হুসাইন, সঞ্জীব ঘোষ, রেজাউল করিম, খানজাহান আলী, মা সংসদের সুফিয়া বেগম, আরিফা আক্তার, ওয়াশ বাজেট মনিটরিং ক্লাবের নুরুন্নাহার বেগম।
এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, সচিব, সাংবাদিক, ওয়াশ কমিটি, বাজেট মনিটরিং ক্লাব, মা সংসদ, যুব গ্রুপ, স্বাস্থ্যগ্রাম দলের সদস্যরা উপস্থিত ছিলেন। ডরপের উপজেলা সমন্বকার পিন্টু চন্দ্র দাসের প্রেজেন্টেশান প্রদানের মাধ্যমে ২০২৪ সালের প্রকল্পের অগ্রগতি ২০২৫ সালের পরিকল্পনা সকলের সাথে শেয়ার করেন। প্রকল্পের কার্যক্রম কিভাবে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপকূলীয় মানুষের জলবায়ু পরিবর্তনের ফলে ওয়াশ খাতের সম্ভাব্য সমস্যা মোকাবেলায় সরকারের পাশাপাশি জনগণকে সহায়তা করছে সেসকল বিস্তারিত উপস্থাপন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ডরপের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। মনিটরিং জোরদার কার্যক্রম সম্প্রসারণ, আরো গতিশীল, গুণগাতমান উন্নতকরণ ও আরও অধিক মানুষকে সেবা প্রদান করার আহ্বান জানান।
ইমদাদুল হক,
পাইকগাছা,খুলনা