May 11, 2025, 12:55 am
হেলাল শেখ: রাজধানীর উপকণ্ঠ আশুলিয়ার জামগড়ায় স্ত্রীর হাতুড়ির আঘাতে স্বামী মো. হানিফ (৪৫) খুন হয়েছেন।
গত বৃহস্পতিবার (৮ মে ২০২৫ইং) মধ্যরাতে মোবাইল ফোন ব্যবহার করাকে কেন্দ্র করে শুরু হওয়া পারিবারিক কলহের জেরে এ মর্মান্তিক ঘটনা ঘটে, স্ত্রীর হাতে স্বামী খুন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত হানিফের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায়। তিনি স্ত্রী রুবি ও দুই ছেলে মেহেদী ও মারুফকে নিয়ে জামগড়া এলাকার শরীফ মার্কেট সংলগ্ন শরীফের বাড়ির ৪তলার একটি ফ্ল্যাটে প্রায় পাঁচ বছর ধরে ভাড়া থাকতেন। হানিফ পেশায় একজন কাঠমিস্ত্রি ছিলেন, আর স্ত্রী রুবি স্থানীয় একটি গার্মেন্টস কারখানায় কাজ করতেন।
বৃহস্পতিবার রাতে বড় ছেলে মেহেদীর মোবাইল ফোন ব্যবহার করা নিয়ে পরিবারের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তুমুল ঝগড়া বাঁধে এবং রুবি হাতের কাছে থাকা হাতুড়ি দিয়ে স্বামী হানিফের মাথায় আঘাত করলে হানিফ রক্তাক্ত গুরুতর আহত হলে তার স্বজনরা তাকে দ্রুত আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে নিয়ে যায়, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবুর রহমান হাসপাতালে গিয়ে নিহতের লাশ উদ্ধার করেন। পরে পুলিশ হানিফের ঘাতক স্ত্রী রুবি ও বড় ছেলে মেহেদীকে আটক করে থানায় নিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে একটি হাতুড়ি আলামত হিসেবে জব্দ করা হয়।
বাড়ির মালিক মোঃ শরীফ বলেন, “ওরা প্রায় পাঁচ বছর ধরে আমার বাড়িতে ভাড়া থাকে। বৃহস্পতিবার রাতে ছেলের মোবাইল ব্যবহার নিয়ে ওদের মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। পরে শুনি, হানিফ গুরুতর আহত হওয়ায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং সেখানেই মারা গেছেন। রাতে তারা ফ্ল্যাটে তালা দিয়ে বেরিয়ে যায়। পরে পুলিশ এসে স্ত্রীর কাছ থেকে চাবি নিয়ে ফ্ল্যাট খুলে হাতুড়িটি উদ্ধার করে নিয়ে যায়।”
নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে, তারা ইতোমধ্যেই গ্রামের বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে জানিয়েছে শরীফ। এ ঘটনায় আশুলিয়া থানায় হত্যা মামলা প্রক্রিয়াধীন বলে তদন্তকারী অফিসার বলছেন, তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে পুলিশ জানায়। অনেকেই বলেন, ওই ঘাতক স্ত্রীর বাসায় কারো সাথে পরকীয়ার কারণে এই ঘটনা ঘটতে পারে।