May 9, 2025, 9:26 pm

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
সুনামগঞ্জে শনিবার বিদ্যুৎ থাকবেনা সকাল ৭ থেকে বিকাল ৬ টা পর্যন্ত আশুলিয়ার চাঞ্চল্যকর রুবেল হ-ত্যাকান্ডের মূল হো-তাকে গ্রেফ-তার করেছে র‌্যাব-৪ নড়াইলে যুবকের ম-রদেহ উ-দ্ধার র‌্যাব-১২ এর অভি-যানে কষ্টিপাথরসহ ৩ জন পাচা-রকারী গ্রেফ-তার গোদাগাড়ীতে মাদ-ক ও বা-ল্য বিয়ে কে না বলি” ইউএনও ফয়সাল আহমেদ নড়াইলে পুলিশের অভি-যানে দুই ইউপি চেয়ারম্যানসহ ৪ জন গ্রে-ফতার আশুলিয়ায় ছাত্র জনতা হ-ত্যার একাধিক মামলার আসামি জামাই রনি আহমেদকে গ্রে-ফতার গোদাগাড়ী বাল্য বিয়ে ব-ন্ধ করলেন ইউএনও। রাজশাহী ১ আসনের সাবেক প্রভাবশালী এমপি ওমর ফারুক চৌধুরীর ‘বডিগার্ড’ গ্রে-প্তার গোদাগাড়ীতে আ.লীগ নেতা নজরুল ইসলাম গ্রে-প্তার
সুনামগঞ্জ পৌর শহরে আল মুবিন খু-ন ঘা-তক হৃদয়কে আটক করেছে পুলিশ

সুনামগঞ্জ পৌর শহরে আল মুবিন খু-ন ঘা-তক হৃদয়কে আটক করেছে পুলিশ

কে এম শহীদুল সুনামগঞ্জ:
সুনামগঞ্জের পশ্চিম তেঘরিয়া নিবাসি মৃত মোঃ সামছুল হকের ছেলে বর্তমান নতুন পাড়ার বাসিন্দা আল মুবিন নামে এক ব্যাক্তি খুন হয়েছেন। ঘটনা ঘটে ৬মে ২০২৫ ইং মঙ্গলবার বিকেল ৪টার দিকে। জানাযায় একই মহল্লার বখাটে হৃদয় বণিক নামে এক সন্ত্রাসী একই মহল্লার আল মুবিন নামে এক ব্যাক্তিকে ফারিয়া একাডেমী সংলগ্ন বাসার পাশে বালুর উপর ফেলে দাঁড়ালো চুরি দিয়ে এলো পাতারি আঘাত করতে থাকে। এসময় আল মুবিন গুরতর আহত হন। আহত অবস্থায় স্থানীয়দের সহযোগিতায় তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হলে আহতৎআল মুবিন এর অবস্থা গুরুতর হওয়ায় তাকে সিলেটে রেফার্ট করেন সদর হাসপাতালের কর্তব্যরত ডাক্তার। পরে তাকে সিলেট এম,এ,জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাস্তায় আল মুবিন মৃত্যু বরণ করেন।
পড়ে রাত ৮ দিকে সদর থানা পুলিশ ঘাতক একই এলাকার হৃদয় বণিককে তার নিজ বাসা থেকে দরজা প্রায় ঘন্টা খানেক খুঁজে হৃদয় বনিকের বাসার ২য় তলার একটি রুমের ভিতর থেকে দরজা ভেঙে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। এসময় শতশত পাবলিক জনতা ঘাতক হৃদয়কে পাবলিক ধুলাই দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। সদর থানার অফিসার ইনচার্জ সহ পুলিশের একটি টিম তাকে দ্রুত গতিতে গাড়িতে করে থানায় নিয়ে যান। জানা যায় নিহত আল মুবিন এবং ঘাতক হৃদয় বণিক একই এলাকার বাসিন্দা তবে কি নিয়ে এই ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,ঘাতক হৃদয় বণিক সে প্রায়ই দাড়াঁলো ছুরি সাথে নিয়ে চলাফেরা করত এবং মাদক জাতীয় নেশা সেবন করে এলাকার মধ্যে অশালীন আচরণ করতো এমনটি জানান অনেকেই ।

জানা যায় আজ ঘটনার সময় নতুনপাড়া এলাকায় নিহতের বাসার সামনে দিয়ে হৃদয় বণিক যাওয়ার পথে আল মুবিনকে সামনে পেয়ে তাকে দাড়াঁলো অস্ত্র দনিয়ে চলাচল করতে বারণ করেন। ছুরা দিয়ে মুবিনের পেছনে ও সামনে পরপর চারটি স্টেপিং করলে অনেক রক্তখননে তিনি মাটিয়ে লুঠিয়ে পড়েন। স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতালে এবং পরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মুবিন মিয়ার মৃত্যু হয়।
এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আবুল কালাম ঘাতক হৃদয় বণিককে আটকের সত্যতা নিশ্চিত করেছেন। ##

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD