May 1, 2025, 11:37 pm

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
মফস্বল সাংবাদিকতায়, উজ্জ্বল সম্ভাবনা থাকলেও ঝুকি বেশী। দেশে সাংবাদিকতাই শ্রেষ্ঠ পেশা হবে কবে? বীরগঞ্জে শ্রমিক-মালিক এক হয়ে গড়বো দেশ স্লোগানে মে দিবস পালিত রাসুল পাক (সাঃ) এঁর ক-টুক্তিকারী মোজাম্মেল হককে গ্রেফতারের দাবীতে তাওহিদী জনতার সংবাদ সম্মেলন মে দিবস আসে মে দিবস চলে যায় শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন নাহি হয় রাজশাহীতে ডিভোর্সি এক নারীর ঘর থেকে পুলিশ কনস্টেবল আটক রাজশাহীতে আসামী কাউন্সিলর কামাল হোসেন পুলিশ দেখে মৃ-ত্যুর কোলে ঢলে পড়লেন নড়াইলের মধুমতী নদীর অসময়ে ভাঙছে বিপাকে নদী পাড়ের মানুষ শ্রমিকদের ন্যায্য মজুরি বুঝিয়ে দিন: বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ বানারীপাড়ায় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাওলাদ হোসেন সানা আটক শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের বানেশ্বরে মহান মে দিবস
বীরগঞ্জে শ্রমিক-মালিক এক হয়ে গড়বো দেশ স্লোগানে মে দিবস পালিত

বীরগঞ্জে শ্রমিক-মালিক এক হয়ে গড়বো দেশ স্লোগানে মে দিবস পালিত

দিনাজপুর প্রতিনিধি- দিনাজপুরের বীরগঞ্জ পৌর শহরে ‎”শ্রমিক মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ, দুনিয়ার মজদুর এক হও, শ্রমিক ঐক্য জিন্দাবাদ” স্লোগানে শ্রমিক ইউনিয়ন নেতাদের আয়োজনে মহান মে দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণে মুখোরিত হয়ে উঠেছিলো।

বৃহস্পতিবার ১ মে সকাল সকালে পৌর শহরের বিভিন্ন স্থানে আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে কোরআন খতম, দোয়া, সমাবেশ, আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়। বীরগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন, মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন, রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়ন, দোকান-কর্মচারী ইউনিয়ন ও আটোবাইক শ্রমিক কল্যাণ সংগঠনসহ বিভিন্ন শ্রমিক সংগঠন আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে পৌর শহরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুর মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের বীরগঞ্জ ষ্ট্যান্ড কমিটির কার্যালয়ে মহান পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে পবিত্র কোরআন খতম, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

র‌্যালি শেষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে উপজেলা জামায়াত কার্য্যালয়ের সামনে আলোচনা সভায় দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের এমপি পদপ্রার্থী মোঃ মতিউর রহমান বলেন, শ্রমিকদের উপর শারিরিক মানসিক সকল ধরনের অন্যায় অত্যাচার না করে তাদের পারিশ্রমিক সময় মত পরিশোধ করার কথা তুলে ধরা হয় বক্তব্যে। প্রতি বছর এই দিনটি আরো দৃঢ় মনোবল নিয়ে পালন করার অঙ্গীকার পেশ করেন শ্রমিকেরা। সকল শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের জন্য দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন আরও অনেকেই ১৩৮ বছর আগে শ্রমিকরা তাদের বেতন ভাতা নিয়ে যে আন্দোলনের সূচনা করেছিলেন, তা আজও থামেনি। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় হয়নি। এসময় বাংলাদেশ জামায়াতের উপজেলা শাখার আমির ক্বারী আজিজুর রহমান, সেক্রেটারী মঞ্জুরুল ইসলাম, নায়েবে আমির সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এ.কে.এম কাউসার, ফেডারেশনের সভাপতি রাশেদুন নবী বাবু, জেলা সহকারী সেক্রেটারি এস.এম হাদিউজ্জামান হাদী।

বীরগঞ্জ উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আমিরুল ইসলাম বাহার, ইট ভাটা মালিক সমিতির নেতা ও সংগঠনের উপদেষ্টা সেলীম বক্তব্য রাখেন।

বিএনপির ২ গ্রæপ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীর আলাদা আলাদা ভাবে দিবসটি পালন করেন। পৃথক পৃথক কর্মসুচিতে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন ধলু, পৌর বিএনপি’র আলহাজ্ব আমিরুল বাহার নেতৃত্বে দেন। ২ অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুবদল নেতা আসাদুল ইসলাম দুলাল, আলহাজ্ব তানভীর চৌধুরী, আব্দুল জব্বার সহ অন্যান্যরা।

‎ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে আলোচনা প্রধান অতিথির বক্তব্যে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর বলেন, শ্রমিকরা কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে অর্থ উপার্জন করে দেশের অর্থনীতিকে সাবলম্বী করে এবং মাদক সেবন কারী মানুষ দেশের শত্রæ ও সংসার ও সমাজের ব্যাপক ক্ষতি সাধন করেন, মাদক নির্মুল করার লক্ষে বিভিন্ন দিক নিদেশনা মুলক বক্তব্য প্রদান করেন।

‎বিভিন্ন অনুষ্ঠানে বক্তারা বলেন, এখনও কারখানায় শ্রমিকদের ১৫ থেকে ১৬ ঘণ্টা কাজ করতে হয়। ছোট ছোট কারখানাগুলো অতিরিক্ত সময় কাজ করায় কিন্তু পারিশ্রমিক দেয় না। তারা শ্রমিকদের নানা ধরনের সুযোগ সুবিধার কথা তুলে ধরেন।

মোঃ নাজমূল ইসলাম (মিলন)
দিনাজপুর প্রতিনিধি।।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD