April 27, 2025, 6:44 am
বি এম মনির হোসেন সিনিয়র স্টাফ রিপোর্টারঃ-
বরিশালের গৌরনদী উপজেলার বিল্বগ্রাম জান্নাতুল বায়তুল জামে মসজিদের জায়গা দখল করে ঘর নির্মান করতে ছিলো মোঃ ছিদ্দিক মৃধা ঘর নির্মান বন্ধ করে দিয়েছে গৌরনদী মডেল থানা পুলিশ। মোঃ ছিদ্দিক মৃধা সাংবাদিক দের বলেন যে মসজিদের আট সতাংশ জায়গা বাদ দিয়ে আমার আরো যে জমি আছে তার উপর ঘর নির্মানেন প্রস্তীতি নিয়েছিলাম, মোঃ ছিদ্দিক মৃধা আরও বলেন আমার বাবা মৃতু রশিদ মৃধা চার শতাংশ ও ফুবু দুই শতাংশ এবং আমার এক চাচা দুই শতাংশ মোট মসজিদের নামে আট শতাংশ জমি ওয়াকফ করে দিয়েছেন, তা বুঝিয়ে দিয়ে যতি থাকে তাহলে আমার দলিল মুলে যে সম্পর্তি আছে তা থেকে আমার অংশ বুঝে নিতে চাই।