April 25, 2025, 9:49 am
ঢাকা, গত ২৪ এপ্রিল ২০২৫ (বৃহস্পতিবার): সংযুক্ত আরব আমিরাতের মান্যবর রাষ্ট্রদূত Mr. Abdulla Ali Abdulla Khaseif Alhmoudi এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ সেনা সদরে সেনাপ্রধান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে, পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি, বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও সুদৃঢ়করণ এবং উভয় দেশের সেনাবাহিনীর মধ্যে প্রযুক্তিগত ও সামরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়াও তিনি ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ কার্যক্রমে নিযুক্ত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন।