April 26, 2025, 8:37 am
হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার দিয়াখালি তাজপুর, গুমাইল, গোরাট, ইউসুফ মার্কেট, জামগড়াসহ বিভিন্ন এলাকায় তিতাস গ্যাসের হাজার হাজার অবৈধ সংযোগ রয়েছে, কিছু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয় শুধু লোক দেখানো মাত্র।
ঢাকার আশুলিয়া তিতাস গ্যাস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (জোবিঅ) প্রকৌশলী আবু ছালেহ মোঃ খাদেমুদ্দীন এর নেতৃত্বে আশুলিয়ার বিভিন্ন এলাকায় এলাকায় অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়, আশুলিয়ার বিভিন্ন এলাকায় পাইপ লাইনের গ্যাস অবৈধভাবে নিয়ে বাসা বাড়ি ও কলকারখানায় ব্যবহার করে চোরেরা, ঠিকাদার ও দালাল চক্র লাখ লাখ টাকা নিয়ে অবৈধভাবে সংযোগ দেয়। সরকারি তিতাস গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা লোক দেখানো অভিযানে দিনে সংযোগ বিচ্ছিন্ন করে আর রাতে সেই সংযোগ দেওয়া হয়, এ যেন চোর পুলিশের খেলা, অনেকেই জানান, যারা টাকা দেয় তাদের সংযোগ বিচ্ছিন্ন করা হয় না, আর যারা চাহিদা মতো টাকা না দেয় তাদের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একটি অভিযানে খরচ হয় প্রায় লক্ষাধিক টাকা, তার হিসাব জানতে চাইলে সংশ্লিষ্ট কর্মকর্তারা এ বিষয়ে এড়িয়ে যায়। একস্থানে ৭-৮ বার অভিযান পরিচালনা করা হলে ৭-৮ লাখ টাকা সরকারি খরচ হয়, এদিকে অবৈধ সংযোগ ব্যবহার করায় সরকারের কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে।
পুরাতন ভাষ্যমতে বরাবরই বলা হয় অভিযান আজ ২ কিলোমিটারজুড়ে প্রায় ৫০০/ বাসা বাড়ির অবৈধ সংযোগ বিচ্ছিন্নসহ রাইজার ও চুলা জব্দ করা হয়। এই কাজে তিতাসের প্রায় ৮৫ জন শ্রমিক অংশগ্রহণ করে কাজ করেছে, এখানেও ফাঁকিবাজি, ৭০ জন শ্রমিক কাজ করলে দেখানো হয় ৮০ জন বা ৮৫ জন ।
এলাকার ভুক্তভোগীরা জানায়, প্রায় এক বছর আগে আশুলিয়ার বিভিন্ন এলাকায় মোটা অংকের টাকার বিনিময়ে প্রতিটি বাসা বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দেয় ইউসুফ মার্কেটের হেলাল উদ্দিন, কথিত মকবুল মেম্বার, ইয়ারপুর ও গুমাইলে সিরাজ, জলিলসহ এলাকার প্রভাবশালী গ্যাসের দালাল চক্র। এলাকাবাসী ভুক্তভোগীদের দাবী অবিলম্বে অবৈধ গ্যাস সংযোগকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক।
তিতাস অফিস আশুলিয়া জোনের প্রকৌশলী: আবু ছালেহ মোঃ খাদেমুদ্দীন বলেন, আশুলিয়ার সবগুলো অবৈধ গ্যাস লাইন পর্যায়ক্রমে বিচ্ছিন্ন করা হবে। তিনি আরো বলেন, নিয়মিত এ অভিযান চলবে। সংযোগ যারা দিয়েছে তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হবে। কিন্তু অনিয়ম দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের বিষয়ে তিনি বলেন, কেউ এ বিষয়ে জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সাভার তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিঃ (জোবিঅ) এর আব্দুল মান্নানসহ অন্যান্য কর্মকর্তারাও এ বিষয়ে অবগত আছেন, অনেকেই অবৈধ উপায়ে কামিয়েছে লক্ষ লক্ষ টাকা, কেউ আবার কোটি কোটি টাকা। সঠিকভাবে তদন্ত করলে হয়তো কেঁচো খুঁজতে সাপের সন্ধান পাওয়া যেতে পারে। জাতি জানতে চায় আশুলিয়ায় সরকারি তিতাস গ্যাস হরিলুট কবে বন্ধ হবে? তুলনামূলক গত পাঁচ বছরের মধ্যে তিন বছরে ৫০টির বেশি মামলা হয়েছে কিন্তু গত দুই বছরের মধ্যে ৫ আগষ্টের পর এখন আর তেমন মামলা রেকর্ড করা হয়নি, তবে কিছু এলাকায় ভ্রাম্যমান আদালতে কিছু ব্যক্তিকে অবৈধ সংযোগ ব্যবহার করার দায়ে জরিমানা করা হয়েছে। উক্ত বিষয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করা হবে।#