April 25, 2025, 9:49 am

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
চট্টগ্রামে হাইকোর্ট বেঞ্চ স্থাপনের দাবিতে চট্টগ্রাম প্রেস ক্লাবে মতবিনিময় শনিবার সেনাপ্রধানের সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েও টাকার অভাবে ভর্তি ও  পড়ালেখা অনিশ্চিত সোহানের তেঁতুলিয়ায় কৃষি অফিসের অনিয়মের সংবাদ প্রকাশ করায় যমুনা টেলিভিশনের সাংবাদিককে লা-ঞ্ছিত আশুলিয়ায় তিতাস গ্যাসের প্রায় তিন কিলোমিটার ৬ শতাধিক অ-বৈধ সংযোগ বিচ্ছিন্ন প-র্ন ভিডিও বানিয়ে ব্ল্যাকমেইল করার অভিযোগে নি-ষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রে-প্তার ময়মনসিংহে বিভাগীয় কমিশনার কার্যালয়ের আয়োজনে তামাক বিরোধী সেমিনার অনুষ্ঠিত নওগাঁয় ট্রাক্টর-মোটরসাইকেলের মুখোমুখি সংঘ-র্ষ, নিহ-ত ১ চারঘাটে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ময়মনসিংহে আমিরে জামায়াতের আগমনকে ঘিরে চাঙ্গা দলের নেতাকর্মীরা
বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েও টাকার অভাবে ভর্তি ও  পড়ালেখা অনিশ্চিত সোহানের

বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েও টাকার অভাবে ভর্তি ও  পড়ালেখা অনিশ্চিত সোহানের

এম এ আলিম রিপন.সুজানগরঃ মো.সোহান খঁা এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন। এই সাফল্য সোহান ও তঁার দরিদ্র পরিবারের সদস্যদের অফুরন্ত আনন্দ এনে দিয়েছে। তবে সোহানসহ তঁার পরিবার এখন দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন  সোহানের ভর্তি ও  পড়ালেখা নিয়ে।

 ছোটবেলা থেকে বাবা-মায়ের হাড়ভাঙ্গা পরিশ্রম দেখে আসছেন সোহান। দিনমজুরের কাজ করা বাবার সংসারের ভরণ পোষণের টানা পোড়া নিত্যদিনের সঙ্গী। আরেক দিকে সংসারকে টিকিয়ে রাখতে মায়ের পরিশ্রম অভাবনীয়। নানাবিধ চাহিদা আর অভাব যেন নিত্য সময়ের সাথী সোহানের পরিবারের। ছোটবেলা থেকে দৃঢ় মনোবল ও আত্নবিশ্বাসের অধিকারী সোহান৷ অভাব ও সংসারের টানাপড়েনকে সাথে নিয়ে স্কুল ও কলেজের গণ্ডি পেরিয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। তবে আর্থিক সংকটের কারণে তার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া অনিশ্চয়তার মুখ দেখছে। 

পাবনা জেলার সুজানগর  উপজেলার সাতবাড়ীয়া ইউনিয়নের কঁাকীয়ান গ্রামের দিনমজুর মো.ইকবাল খঁার ছেলে মো.সোহান খঁা। স্থানীয় কঁাকীয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শেষ করে, সাতবাড়ীয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে জিপিএ-৫ ও পাবনার সরকারী শহীদ বুলবুল কলেজ থেকে জিপিএ-৫ পেয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এ ইউনিটের ৩য় শিফটে প্রথমস্থান অর্জন করে মেধা তালিকায় স্থান করে নিয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন । অভাব ও সমস্যা নিয়ে এতদূর পর্যন্ত পড়াশোনা চালিয়ে গেলেও এবার থমকে গেছে তার বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন। তবুও স্বপ্ন বুনছেন সরকার বা বিত্তবানদের সহযোগিতা পেলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে পড়াশুনা শেষ করে দেশের জন্য ভালো কিছু করতে পারবেন ৷ 

সোহানের বাড়িতে গিয়ে দেখা যায়, টিনশেডের একটি চৌচালা ঘর ছাড়া কিছুই নেই। বাবার সামান্য অর্থ দিয়ে ঘরটি করে সবাই বসবাস করেন। এক ঘরের মধ্যে ৪ ভাইসহ পরিবারের সবাই বাস করেন। আলাপকালে মা আছিয়া খাতুন শোনান টানাপোড়েনের মধ্যে সোহানের সাফল্য ও জীবনসংগ্রামের কথা। সোহানের মা আছিয়া খাতুন বলেন,আমার ৪ছেলে, আমাদের প্রায় ৩ শতক বাড়ির ভিটার জমি ছাড়া  নিজস্ব কোনো জায়গা জমি নেই। সোহানের বাবা  দিনমজুর হিসেবে যা রোজগার করে তা দিয়ে সংসার কোনোমত করে চালিয়ে নেই । আমার সোহান কষ্ট করে এতদূর অব্দি গেছে। স্থানীয় একটি এনজিও থেকে ও কয়েক জনের কাছ থেকে লাভে টাকা নিয়ে এবং  খেয়ে না খেয়ে তার পড়াশোনা চালিয়ে নেওয়ার চেষ্টা করেছি৷ এখন বিশ্ববিদ্যালয়ে তার ভর্তি হওয়ার জন্য অনেক টাকা প্রয়োজন। সেটা আর সাধ্যে কুলাচ্ছেনা। আপনার সবাই আমার ছেলের পাশে থাকলে সে ভালো কিছু করতে পারবে।

 সোহানের বাবা দিনমজুর ইকবাল খঁা বলেন, দিনমজুরি করে সংসার চালাচ্ছি। সংসার চালানোর সাথে আলাদা কিছু করার সাধ্য কুলায়না। তারপরও আমার মেঝ ছেলে কষ্ট করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে। এখন তার ভর্তি খরচ, যাতায়াতসহ ওখানে  থাকার খরচ দেওয়ার মত আমার সামথর্য নেই। আপনাদের সকলকে আমার ছেলের পাশে দাড়ানোর জন্য অনুরোধ করছি৷

 দু’চোখ ভরা স্বপ্ন নিয়ে সোহান খঁা  বলেন, আমার বাবা-মা অনেক কষ্ট করেন। আমার বাবা দিনমজুরের কাজ করে যা আয় করে তা সংসার চালাতে হিমশিম খেতে হয়৷ এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছি। টাকার কারণে আমি ভর্তি হতে পারছি না৷ এত টাকা দিয়ে ভর্তি করানোর সক্ষমতা আমার পরিবারের নেই। এমন কিছুও নেই যেটা বিক্রি করে ভর্তি হব৷ এখন টাকার অভাবে ভর্তি নিশ্চিত করতে পারছি না৷ যদি আমার পাশে থেকে কেউ সহযোগীতা করেন ভর্তিসহ আনুষঙ্গিক খরচাদি দিয়ে তাহলে আমি ভালো কিছু করতে পারব ইনশাআল্লাহ। আমি চাই না আমার পড়াশোনা কোনোভাবে থেমে যাক এ পর্যায়ে। আপনাদের সহযোগিতা আমাকে আরো সামনে এগিয়ে নিয়ে যাবে বলে আমি আশাবাদী। 

স্থানীয় স্কুল শিক্ষক অতুল কুমার দাস বলেন, সোহান অনেক মেধাবী ছাত্র। সে ভবিষ্যতে দেশের জন্য ভালো কিছু করতে পারবে। এখন সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে। আমরা চাই তার পড়াশোনা যেন থেমে না যায়। সরকার ও বিত্তবান সহ সকলে তার পাশে থেকে তাকে সহযোগিতা করবেন। সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাধ্যমত তাকে সহযোগিতা করা হবে। 

এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD