April 25, 2025, 9:32 am
চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর চারঘাট উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, চারঘাট মডেল থানার (ওসি) মিজানুর রহমান, পরিদর্শক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সাইফুল ইসলাম, নিমপাড়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, সরদহ ইউপি প্যানেল চেয়ারম্যান সাইদুর রহমান, শলুয়া ইউপি প্যানেল চেয়ারম্যান লালন আলী, সুশাসনের জন্য নাগরিক-সুজন চারঘাট উপজেলার সভাপতি কামরুজ্জামান, চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক, চারঘাট থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সনি আজাদ সহ উপজেলার সকল কর্মকর্তাগন।
সভায়, উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সন্ত্রাস, মাদক, চোরাচালান, বাল্য বিবাহ, ইভ টিজিং প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে ব্যাপকভাবে আলোচনা করা হয়।
মোঃ মোজাম্মেল হক
চারঘাট, রাজশাহী।