April 19, 2025, 1:48 am

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
দেশে চু-রি ডা-কাতি ছি-নতাই ধ-র্ষণসহ বাড়ছে বিভিন্ন অ-পরাধমূলক কর্মকাণ্ড ঈদগাঁওতে মোস্তাক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন পুলিশ এবং জনতা এক হয়ে কাজ করলে একটি রোল মডেল কোতোয়ালি থানা গড়ে তোলা সম্ভব- ওসি শফিকুল ইসলাম নেছারাবাদে উপজেলা পরিষদের সিএ রনজিতের বিরুদ্ধে মসজিদ কমিটির পুকুরের তিন বস্তা মাছ ধরার অভিযোগ আটঘর কুড়িয়ানা হাটে সরকার নির্ধারিত বৈধ ইজারাদারকে ইজারা তুলতে বাধা দেওয়ার অভিযোগ বিশ্বে বাল্য বিবাহে অষ্টম বাংলাদেশ এশিয়ায় শীর্ষে দোয়ারাবাজার উপজেলা খেয়াঘাটে যাত্রীছাউনি না থাকায় চরম ভোগান্তিতে দুই পারের জনগণ মিতালী পাবলিক উচ্চ বিদ্যালয় অ্যাডহক কমিটির সভাপতি হলেন এডভোকেট সাইফুল ইসলাম জনি আজ স্বর্গীয় সতিন্দ্র লাল দাশ গুপ্তর সহ ধর্মিনী রেভা দাশ গুপ্তর ২তম মৃ-ত্যু বার্ষিকী গৌরনদীর (সরিকল বন্দর ) খাঁজনা মুক্ত করায় ক্রেতা ও বিক্রেতাদের মাঝে আনন্দের ঝড়
মোরেলঞ্জে ২ যুগ পর পৌর বিএনপির নির্বাচনে সভাপতি ফরিদ সম্পাদক মিলন নির্বাচিত

মোরেলঞ্জে ২ যুগ পর পৌর বিএনপির নির্বাচনে সভাপতি ফরিদ সম্পাদক মিলন নির্বাচিত

শেখ সাইফুল ইসলাম কবির , বিশেষ প্রতিনিধি:উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে বাগেরহাটের মোরেলগঞ্জে ২ যুগ পর জাতীয়তাবাদী দল পৌরবিএনপির দ্বিবার্ষিক নির্বাচনে তৃনমূল নেতাকর্মীদের ভোট অনুষ্ঠিত হয়েছে।এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন পৌর বিএনপির সভাপতি পদে শিকদার ফরিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আসাদুজ্জামান মিলন।

বুধবার (১৬ এপ্রিল) সকাল ১১টা থেকে বিকেল৫টা পর্যন্ত উপজেলার এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোরেলগঞ্জ পৌর বিএনপির ৯ ওয়ার্ডের মোট ৬৩৯ জন ভোটার ৫৯৬ সদস্য দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করেন।

এ নির্বাচনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নির্বাচনে মোট ৫৯৬টি ভোট কাস্ট হয়। এতে মোরেলগঞ্জ পৌর বিএনপির কমিটির সভাপতি পদে শিকদার ফরিদুল ইসলাম ৩৩৪টি ভোট পেয়ে নির্বাচিত হন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ ২৫৯ টি ভোট।১৩টি ভোট বাতিল হয়।

এছাড়াও সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে আসাদুজ্জামান মিলন ৫১৩টি ভোট পেয়ে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফরহাদ হোসেনমিলন ৭৫টি ভোট পান।এখানে ৮টি ভোট বাতিল হয়।

সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন মোঃ সেলিম মোল্লা। তিনি ২১৭ ভোট পেয়ে জয়ী হন। অপর প্রার্থীদের মধ্যে আব্বাস মুন্সী পান ১৪৭, মোঃ ইমরুল ১২৮ ও মোহাম্মদ মহারাজ ৯৯ ভোট পান। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডুসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

নির্বাচন ছিল সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ। পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম।

উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নির্বাচন পর্যবেক্ষণ মনিটরিং টিমের আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ, জেলা ,বিএনপির আহ্বায়ক এম এইচ সালাম জেলা সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন আলম, শেখ আ. হালিম খোকন, বেগম রুনা গাজী, মোঃ হাফিজুর রহমান হাফিজ এবং তাঁতীদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ড. কাজী মনিরসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।।

ভোট গণনা শেষে খাদেম নিয়ামুল নাসির আলাপ বলেন,
“গণতান্ত্রিক প্রক্রিয়ায় সম্পন্ন হওয়া এই নির্বাচন নেতাকর্মীদের মাঝে নব উদ্দীপনা সৃষ্টি করেছে। আমরা বিশ্বাস করি, নতুন নেতৃত্ব দলের কার্যক্রমে আরও গতি আনবে এবং ঐক্যবদ্ধ রাখবে।”

ফরিদ-মিলন প্যানেলের বিজয় উদযাপনে সমর্থকদের মাঝে আনন্দের জোয়ার বয়ে যায়।নবনির্বাচিত নেতৃত্ব দলীয় কর্মকাণ্ডে নতুন গতি আনবে এবং কর্মীদের ঐক্যবদ্ধ রাখতে ভূমিকা রাখবে বলে আশা করছি।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD