April 18, 2025, 9:58 am
স্টাফ রিপোর্টার
ময়মনসিংহে চার দিন ব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) জেলা প্রশাসন সম্মেলন কক্ষে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের আওতায় স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় ময়মনসিংহ জেলা প্রশাসন আয়োজিত চার দিন ব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা জেলা প্রশাসক মফিদুল আলম।
অনুষ্ঠানে অন্যান্য বক্তব্য রাখেন-অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবং অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) ও স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক লুৎফুন নাহার,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম মাসুম প্রধান,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন সহ গ্রাম আদালত সক্রিয়করণ (৩ পর্যায়) প্রকল্পের ময়মনসিংহ জেলা ডিস্ট্রিক ম্যানেজার, স্থানীয় সরকার বিভাগের প্রশাসনিক কর্মকর্তা, প্রোগ্রাম এন্ড ফাইন্যান্স এ্যাসিসটেন্ট প্রমুখ।
প্রশিক্ষণে ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর ও ময়মনসিংহ জেলার বেশ কয়েকটি ইউনিয়নের ইউনিয়ন পরিষদের প্রশাসকগণ উপস্থিত ছিলেন। এ প্রশিক্ষণ কর্মশালা ১৮ এপ্রিল শুক্রবার শেষ হবে।
অনুষ্টানে জেলা প্রশাসক মফিদুল আলম তাঁর বক্তব্যে বলেন, স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তি এবং বাল্যবিয়ে বন্ধে ইউপি প্রশাসক ও সদস্যদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় তিনি অংশগ্রহণকারী ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের উদ্দেশ্যে বলেন যে, দুই ধরণের ডেটা রয়েছে- প্রাইমারি ও সেকেন্ডারি। এর মধ্যে অধিকতর গুরুত্বপূর্ণ প্রাইমারি লেভেলের ডেটা সংগ্রহ করার দায়িত্ব উক্ত অংশগ্রহণকারীদের। তাই, দায়িত্বে যথার্থভাবে সতর্ক ও দায়িত্বশীল থাকা উচিত। তাছাড়া, মামলা জট কমানোর ক্ষেত্রে গ্রাম আদালতের তাৎপর্যপূর্ণ গুরুত্বের কথা উল্লেখ করে তিনি আরো বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে ইউনিয়ন পরিষদে বিদ্যমান গ্রাম আদালতে গ্রামীণ জনপদের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র অপরাধ নিরসন কল্পে হিসাব সহকারীগন দক্ষ ও সুযোগ্য কর্মচারী হিসেবে গড়ে উঠবে। এছাড়া গ্রাম আদালতের মাধ্যমে অতিদ্রুত ও সুষ্ঠু বিচার কার্যক্রম সম্পন্ন করতে ইউনিয়ন পরিষদকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জেলা প্রশাসক বলেন, গ্রাম আদালতে সঠিক বিচার না পেয়ে সাধারণ মানুষ উচ্চ আদালতের দারস্ত হচ্ছে। এতে করে দিনে দিনে মামলা জট বৃদ্ধি পাচ্ছে। ফলে, উচ্চ আদালতে বিচার কার্যক্রম ব্যাহত হচ্ছে। এই প্রশিক্ষণের মাধ্যমে সাধারণ মানুষ কিছুটা হলেও পরিষদ থেকে জানতে পেরে উপকৃত হবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন জেলা প্রশাসক।।