April 16, 2025, 5:05 am
আরিফ রববানী ময়মনসিংহ।।
পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসন ও বাংলা ১৪৩২ বর্ষবরণ উদযাপন পরিষদের উদ্যোগে পৃথক পৃথক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ আল মাহমুদ। এছাড়াও বিভিন্ন দল-মত ও প্রতিষ্ঠানের উদ্যোগে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বর্ষবরণ সফল করতে সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। র্যালীটি শহরের প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ শেষে
ভালুকা সরকারি কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়।এছাড়াও নববর্ষ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভালুকা সরকারি কলেজ মাঠে দিনব্যাপী নানা রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে বর্ণাঢ্য কর্মসূচি পালিত হয়।
পরে নামাজ ও মধ্যাহ্ন ভোজের বিরতি সহ সকাল ১০টা হতে বিকাল ৫টা পর্যন্ত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকেল ৫টা ৩০ মিনিটে সভাপতির বক্তব্যের মাধ্যমে মেলার প্রথম দিনের আনুষ্ঠানিকতা শেষ হয়।
মেলার দ্বিতীয় দিনেও থাকবে উৎসবমুখর পরিবেশ। বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে আকর্ষণীয় পুরস্কারে ভরপুর র্যাফেল ড্র। এতে ১ম পুরস্কার হিসেবে থাকছে একটি ফ্রিজ, ২য় পুরস্কার একটি এলইডি টিভি এবং ৩য় পুরস্কার একটি স্মার্ট ফোন। মোট ৩০টি আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে এই র্যাফেল ড্র-র মাধ্যমে।
পরে সভাপতি দ্বিতীয় দিনের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে মেলাটির সমাপ্তির কথা রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আব্দুল্লাহ আল মাহমুদ এর আমন্ত্রণে নববর্ষের এই আনন্দময় আয়োজনে ভালুকার সর্ব সাধারণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দুই দিন ব্যাপী এই বৈশাখী উৎসবে সার্বিক শৃঙ্খলা রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ আল মাহমুদ।