April 16, 2025, 4:14 am
রাজশাহী থেকে মোঃ হায়দার আলীঃ ভোরের আলো ফোঁটার সঙ্গে সঙ্গেই গোদাগাড়ী উপজেলা পরিষদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, যেন শুরু হয়েছে বর্ষবরণের অনুষ্ঠান কেন্দ্র। ‘এসো হে বৈশাখ, এসো এসো’ গানের মধ্য দিয়েই বাঙালি স্বাগত জানাচ্ছে নতুন বছরকে। এবারের পহেলা বৈশাখের প্রভাতি অনুষ্ঠানে, বাঙালির সমাজকে অন্ধকার থেকে আলোর পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে। এবারের গোদাগাড়ীতে পহেলা বৈশাখের অন্যতম আকর্ষণ ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ ও বৈশাখী মেলা। এগুটির আয়োজক গোদাগাড়ী উপজেলা প্রশাসন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবক, সুধিজন নিয়ে
‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা ও বিভিন্ন কর্মসূচি পালন করেছে বলে খবর পাওয়া গেছে। গোদাগাড়ী উপজেলা প্রশাসন কতৃক বৈশাখী মেলায় ছাত্র ছাত্রী শিক্ষক, অভিভাবক, শিশু কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষের মিলন মেলায় পরিনত হয়েছে।
আজ পহেলা বৈশাখ। বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হলো নতুন বাংলা বর্ষ ১৪৩২ জীর্ণ পুরাতন সবকিছু ভেসে যাক, ‘মুছে যাক গ্লানি’ এভাবে বিদায়ী সূর্যের কাছে এ আহ্বান জানায় বাঙালি। পয়লা বৈশাখ আমাদের সকল সঙ্কীর্ণতা, পাপ পরিহার করে উদারনৈতিক জীবন-ব্যবস্থা গড়তে উদ্বুদ্ধ করে। আমাদের মনের ভেতরের সকল ক্লেদ, জীর্ণতা দূর করে আমাদের নতুন উদ্যোমে বাঁচার অনুপ্রেরণা দেয়। আমরা যে বাঙালি, বিশ্বের বুকে এক গর্বিত জাতি, পয়লা বৈশাখের বর্ষবরণে আমাদের মধ্যে এই স্বাজাত্যবোধ এবং বাঙালিয়ানা নতুন করে প্রাণ পায়, উজ্জীবিত হয়।
গোদাগাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে, আনন্দ সভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিত শেষে উপজেলা চত্তরে এসে শেষ হয়। পান্তা, রুইমাছ, কাঁচামরিচ, বিভিন্ন ভর্তা, মুড়ি, মুড়কী, চিড়া, লাড়ুর ব্যবস্থা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার অফিসার ফয়সাল আহমদের সভাপতিত্বে এ আলোচনা সভায় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এনজিও কর্মী ও আদিবাসী নেতা রাজ কুমার শাও এর সঞ্চলনায় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) মোঃ শামসুল ইসলাম, ইউএনও পত্নী রাইসা মারিয়া,
অধ্যক্ষ বরজাহান আলী পিন্টসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ, সুধিজন উপস্থিত ছিলেন।
আলোচনা সভার পাশাপাশি কুইজ প্রতিযোগিতা, রচনা, চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসনের সাথে সাথে দিবসটি উপলক্ষে অনুরুপ কর্মসূচি পালন করেন, গোদাগাড়ী সরকারী কলেজ, মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়, গোদাগাড়ী মহিলা ডিগ্রি কলেজ, সুলতানগজ্ঞ উচ্চ বিদ্যালয়, গুনিগ্রাম উচ্চ বিদ্যালয়, গোগ্রাম বহুমূখি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, গোদাগাড়ী সরকারী স্কুল এন্ড কলেজ, রাজাবাড়ী ডিগ্রী কলেজ, দিগরাম উচ্চ বিদ্যালয়, কাশিমপুর একে ফজলুল হক উচ্চ বিদ্যালয়, প্রেমতলী বালিকা বিদ্যালয়, বাসুদেবপুর উচ্চ বিদ্যালয়, অলকা তোলা উচ্চ বিদ্যালয়, রাজাবাড়ী হাট উচ্চ বিদ্যালয়, রাজাবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়, আল ইসলা ইসলামি একাডেমি, গুমা উচ্চ বিদ্যালয়, ঘনশ্যামপুর উচ্চ বিদ্যালয়, পিরিজপুর উচ্চ বিদ্যালয়, বাসুদেবপুর উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানে কুইজ, চিত্রাঙ্কন, উপস্থিত বক্তৃতা, রচনা প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচ পালন করে বলে জানা গেছে। এলাকার শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দল, এনজিও, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেন।
মোঃ হায়দার আলী
নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী