April 14, 2025, 8:46 pm

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ বিতার্কিক বরগুনার হেদায়েত উল্লাহ্ চীনের অর্থায়নে একহাজার শয্যার মেডিকেল কলেজ ও হাসপাতালটি পঞ্চগড়ে স্থাপন চায় পঞ্চগড়বাসী নানা আয়োজনে গোদাগাড়ীতে বর্ষবরণ পালিত পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নানা আয়োজনে পহেলা বৈশাখ পালিত ধামইরহাটে পহেলা বৈশাখ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও লোকজ মেলা বর্ণাঢ্য আয়োজনে সুনামগঞ্জে একুশে টেলিভিশনের রজতজয়ন্তী উদযাপন পটিয়ায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন ফরিদুল আলম  ভালুকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত গ্রাম বাংলার ঐতিহ্য নাচ-গান-লাঠিখেলায় লক্ষ্মীপুরে বর্ষবরণ উৎসবে মেতেছে লক্ষ্মীপুর কুমিল্লা রাজগঞ্জের অ-গ্নিকান্ডে ক্ষ-তিগ্রস্থ ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ
তারাগঞ্জে মা-রধোরের অভিযোগ, চিকিৎসকের কর্মবিরতিতে রোগীদের দু-র্ভোগ

তারাগঞ্জে মা-রধোরের অভিযোগ, চিকিৎসকের কর্মবিরতিতে রোগীদের দু-র্ভোগ

খলিলুর রহমান খলিল,নিজস্ব প্রতিনিধি :
রংপুরের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত এক অন্তঃসত্ত্বা চিকিৎসককে মারধরের প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন চিকিৎসক ও কর্মচারীরা। আজ শনিবার সকাল থেকে কর্মবিতরতি চলছে। এতে দুভোর্গে পড়েছে সেবাপ্রত্যাশীরা। তারাগঞ্জের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে তাহমিদ সরকার তুর্য (২৪) ও তাওরাত (২৪) বিরুদ্ধে ওই চিকিৎসককে মারধর করেন। এ ঘটনায় শুক্রবার রাতে তারাগঞ্জ থানায় ওই দুই সমন্বয়কসহ অজ্ঞাত চার পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ওই চিকিৎসক।
হাসপাতাল ও থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টায় দিকে কলেজপাড়া এলাকার বাসিন্দা রাধারানী মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক আতাউর রহমান বুকে ব্যথা নিয়ে চিকিৎসা নিতে আসে। এ সময় কর্তব্যরত চিকিৎসক সাবরিনা মুসরাত জাহান মৌ (৩০) ওই রোগীকে হৃদরোগে আক্রান্ত হিসেবে হাসপাতালে সর্বোচ্চ চিকিৎসা সেবা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। এরপর তিনি অন্য রোগীর চিকিৎসায় নিয়োজিত হন। এ সময় রোগী আতাউর রহমানের ছেলে তাহমিদ সরকার তুর্যসহ (২২) চার পাঁচজন চিকিৎসক মৌকে অকথ্য ভাষা গালিগালাজ করেন। একপর্যায়ে রোগীদের চিকিৎসা সেবাপ্রদানে বাঁধা দেন। চিকিৎসকের শরীরে আঘাত করে। এ ঘটনা চিকিৎসক সাবরিনা মুসরাত জাহান মৌ সমন্বয়ক তুর্য ও তাওরাতসহ অজ্ঞাতনামা চার পাঁচজনের বিরুদ্ধে তারাগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন । এ ঘটনার প্রতিবাদে আজ শনিবার সকাল থেকে কর্মবিরতি পালন করছেন হাসপাতালের চিকিৎসক-কর্মকর্তা-কর্মচারীরা।
মারধরের শিকার চিকিৎসক সাবরিনা মুসরাত জাহান মৌ বলেন, প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে রোগী আতাউর রহমানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রের্ফাড করেছি, কোনো কারণ ছাড়াই তাঁরা সমন্বয়ক পরিচয় দিয়ে আমার ওপর হামলা করেছে। আমার গায়ে হাত তুলেছে। আমি ছয় মাসের অন্তঃসত্ত্বা। এ ঘটনার পর শারীরিক ও মানসিকভাবে অপ্রকৃতস্থ্য হয়ে পড়ি, নিরাপত্তাহীনতা বোধ করছি।
স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার অনির্বান মল্লিক বলেন, চিকিৎসকের ওপর হামলাকারীর বিচার ও চিকিৎসকদের নিরাপত্তা আইনের মাধ্যমে নিশ্চিত করার দাবিতে কর্মবিরতি চলছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সমন্বয়ক তাহমিদ সরকার তুর্য বলেন, আমি আসার আগেই আমার বাবাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তিনি ব্যথায় কাতরাচ্ছিলেন। ওই চিকিৎসককে আমার বাবাকে দেখার জন্য বারবার অনুরোধ করছিলাম। তিনি না শুনে উল্টো আমার সাথে খারপ আচরণ করেছে। এ নিয়ে তাঁর সঙ্গে একটু কথা কাটাকাটি হয়েছে। গায়ে হাত দেওয়ার অভিযোগ সঠিক নয়।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম বলেন, চিকিৎসকদের মারধরের ঘটায় থানায় লিখিত অভিযোগ পেয়েছি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
রংপুর জেলা সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা বলেন, চিকিৎসকের ওপর হামলার ঘটনা শুনে হাসপাতালে এসেছি। রোগীদের যাতে দুর্ভোগ না হয়, সেজন্য চিকিৎসদের চিকিৎসা সেবা চালু রাখার নির্দেশ দিয়েছি,তবে চিকিৎসকদের সাথে এমন ঘটনা আমাদের কাম্য নয়।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD