April 18, 2025, 4:21 am

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
প-র্নোগ্রাফি মামলায় জয়পুরহাট আ”লীগ নেতার ছেলে গ্রে-প্তার জীবননগর সীমান্তে বিজিবির অভিযানে ফে-ন্সিডিল ও ভা-য়াগ্রা ট্যাবলেট উদ্ধার ময়মনসিংহে বিশ্ব কন্ঠ দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাঙ্গাবালীতে দাখিল পরীক্ষায় অ-নিয়ম, ১৪ শিক্ষার্থী সা-সপেন্ড, ৫ শিক্ষককে জরিমানা তেঁতুলিয়ায় সড়ক দু-র্ঘটনায় প্রা-ণ গেল কলেজ ছাত্রের সুন্দরগঞ্জে পাট চাষি প্রশিক্ষণ সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে দেশীয় অ-স্ত্রসহ ৩ ছি-নতাইকারী আটক আশুলিয়ায় বিভিন্ন বাজারে নি-ষিদ্ধ পিরানহা বিক্রি হচ্ছে আশুলিয়ায় ভুয়া ডিবি সদস্য আটক সুজানগরে যু-বদল ও সহযোগী অঙ্গ সংগঠনের ব্যানারে আনন্দ মিছিল
পাইকগাছায় এসএসসি-সমমান পরিক্ষায় ১১টি কেন্দ্রে অংশ গ্রহন করছে ২’হাজার ৮’শত ৪৩ জন পরিক্ষার্থী

পাইকগাছায় এসএসসি-সমমান পরিক্ষায় ১১টি কেন্দ্রে অংশ গ্রহন করছে ২’হাজার ৮’শত ৪৩ জন পরিক্ষার্থী

ইমদাদুল হক,পাইকগাছা ( খুলনা ) ।।

আজ ১০ এপ্রিল-২৫ বৃহস্পতিবার থেকে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু । এবার এসএসসি (ভোকেশনাল), দাখিল ও দাখিল (ভোকেশনাল) সমমান পরিক্ষায় যশোর বোর্ডের অধীনে খুলনার পাইকগাছা উপজেলায় মোট ১১ (এগারো) টি মূল কেন্দ্রে এবং ৩ (তিন) টি ভেন্যু কেন্দ্রে ২ হাজার ৮ শত ৪৩ জন পরিক্ষার্থী অংশগ্রহণ করছেন।
২০২৪ সালে উপজেলায় মোট ০৭ (সাত) টি মূল কেন্দ্রে এবং ৩ (তিন) টি ভেন্যু কেন্দ্রে ২ হাজার ৯ শত ৫৫ জন পরিক্ষার্থী পরিক্ষায় অংশগ্রহণ করেছিল। আর এবার ১১ (এগারো) টি মূল কেন্দ্রে এবং ৩ (তিন) টি ভেন্যু কেন্দ্রে ২ হাজার ৮ শত ৪৩ জন পরিক্ষার্থী অংশগ্রহণ করছে। এবার ৪(চার) টি মূল কেন্দ্র বাড়িয়ে করা হয়েছে ১১(এগারো) টি। নতুন করে ৪ টি কেন্দ্র বাড়লেও বাড়েনি পরিক্ষার্থী বরং গত বছরের তুলনায় এবার ১ শত ১২ জন কমে দাঁড়িয়েছে ২ হাজার ৮ শত ৪৩ জন।

এবারের মূল কেন্দ্র গুলো, পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়,পাইকগাছা, কোড নং-২০৮, পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,পাইকগাছা, কোড নং-৪৫০, কপিলমুনি সহচরী বিদ্যামন্দির, কপিলমুনি, কোড নং-২১০, আর,কে,বি,কে হরিশচন্দ্র কলেজিয়েট ইনস্টিটিউট রাড়ুলী, পাইকগাছা, কোড নং-২২৯, চাঁদখালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, চাঁদখালী, পাইকগাছা, কোড নং- ৩৯০, গড়ইখালী আলমশাহী ইনস্টিটিউট, গড়ইখালী, পাইকগাছা, কোড নং- ৪০০, কপিলমুনি মেহেরুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কপিলমুনি, পাইকগাছা, কোড নং-৪৫১, পাইকগাছা সিনিয়র আলিম মাদ্রাসা, পাইকগাছা, কোড নং- ৪৩৬(পাইকগাছা-১), হাবিবনগর এমকেজিএসবি ফাজিল মাদ্রাসা, হাবিবনগর, পাইকগাছা, কোড নং- ৪৩২(পাইকগাছা-২), সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, পাইকগাছা, কোড নং- ৩৫২৬৩, এবং কেডি সাহাপাড়া মাধ্যমিক বিদ্যালয়, দেবদুয়ার, পাইকগাছা, কোড নং- ৩৫০০৯(সংযুক্ত এসএসসি ভোকেশনাল)।

তিনটি ভেন্যু কেন্দ্র রাড়ুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাড়ুলী, পাইকগাছা, কোড নং- ২২৯, চাঁদখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাঁদখালী, পাইকগাছা, কোড নং- ৩৯০, এবং শহীদ আয়ুব মুছা মেমোরিয়াল মহাবিদ্যালয়, পাইকগাছা, কোড নং-৪০০।

পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ে ১০ (দশ) টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৪৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করবেন। পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৮(আট) টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩১০ জন। কপিলমুনি সহচরী বিদ্যামন্দির, কপিলমুনি ৭(সাত) টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৮৩ জন। আ,কে,বি,কে হরিশচন্দ্র কলেজিয়েট ইনস্টিটিউট, রাড়ুলী ৯(নয়) টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫১৩ জন। চাঁদখালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় পাইকগাছা, ৪(চার) টি শিক্ষা প্রতিষ্ঠানের ১২০ জন।
গড়ইখালী আলমশাহী ইনস্টিটিউট, পাইকগাছা ১৫(পনেরো) শিক্ষা প্রতিষ্ঠানের ৩১৭ জন। কপিলমুনি মেহেরুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, পাইকগাছা ৫(পাঁচ) টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৭০ জন। পাইকগাছা সিনিয়র আলিম মাদ্রাসা, পাইকগাছা, ৯(নয়) টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৬২ জন। হাবিবনগর এমকেজিএসবি ফাজিল মাদ্রাসা, পাইকগাছা, ১১(এগারো) টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৯৮ জন। সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, পাইকগাছা, ৩ (তিন) টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭৮ জন। কেডি সাহাপাড়া মাধ্যমিক বিদ্যালয়, দেবদুয়ার পাইকগাছা, ২ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

উপজেলার ৮৩ টি প্রতিষ্ঠানের মোট ২৮৪৩ জন এসএসসি(ভোকেশনাল) ২২৫৮, দাখিল(ভোকেশনাল) ৪৩০, এবং টেকনিক্যাল ১৫৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

এবারের ২০২৫ সালের এসএসসি, এসএসসি (ভোকেশনাল) দাখিল ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে এবং নকলমুক্ত, দূর্নীতি মুক্ত সুন্দর পরিবেশে গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পাইকগাছা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন।

ইমদাদুল হক,
পাইকগাছা,খুলনা

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD