April 8, 2025, 6:19 am
ঢাকা, ০৭ এপ্রিল ২০২৫ (সোমবার): মিয়ানমারে ভূমিকম্পে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে উদ্ধার ও চিকিৎসা সহায়তা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায়, আজ মিয়ানমারের রাজধানী নেপিডোতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ধ্বসে পড়া ভবনের টপ ফ্লোরে বাংলাদেশের উদ্ধারকারী দল উদ্ধার অভিযান সম্পন্ন করে। বাংলাদেশের উদ্ধারকারী দলের সম্মানে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রী কর্তৃক মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
উদ্ধার কার্যক্রমের পাশাপাশি, আজও বাংলাদেশের চিকিৎসক দল কর্তৃক গুরুতর আহত ০৪ জন রোগীর জটিল অস্ত্রোপচারসহ সর্বমোট ১৬২ জন রোগীর চিকিৎসা সেবা প্রদান করা হয়। উল্লেখ্য যে, বাংলাদেশের মেডিকেল টিম কর্তৃক অদ্যাবধি সর্বমোট ৬১৯ জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। আগামীকাল, মেডিকেল টিম কর্তৃক ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মিয়ানমারের মান্দালয় শহরে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করার পরিকল্পনা রয়েছে।