April 17, 2025, 12:59 am
চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর চারঘাটে পহেলা বৈশাখ ১৪৩২ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আসন্ন পহেলা বৈশাখ ১৪৩২ বাংলা নববর্ষ বাঙালি জাতির প্রাণের উৎসব কে কেন্দ্র করে উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১০ উপজেলা সম্মেলন কক্ষে পহেলা বৈশাখ ১৪৩২ সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি মূলক আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাক্তার তৌফিক রেজা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন হাসান, উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা সরকার এনায়েত কবির, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সরওয়ারদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাসেদুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লতিফ, চারঘাট মডেল থানার (ওসি) মিজানুর রহমান, উপজেলা বিএনপি’র সভাপতি জাকিরুল ইসলাম বিকুল, উপজেলা জামায়াতের আমির আবুল কালাম আজাদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক, থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সনি আজাদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
শুরুতে পহেলা বৈশাখ ১৪৩২ উদযাপন উপলক্ষ্যে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয় পরে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে অতিথিরা পহেলা বৈশাখ উদযাপনের বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন।
মোঃ মোজাম্মেল হক
চারঘাট, রাজশাহী