April 17, 2025, 6:56 am
গাজীপুর প্রতিনিধি;
গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের বাঘের বাজার উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান এবং বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল।
বিদ্যালয়ের মাঠে স্কুল কর্তৃপক্ষের আয়োজনে বাঘের বাজার উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল হান্নান সরকার ও শিরিচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম জবেদ আলী সরকারের স্মরণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সদর উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ফকরুল ইসলাম সরকারের সঞ্চালনায়, বাঘের বাজার উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও সদর উপজেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক আবদুল বাতেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাঘের বাজার উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল গফুর ফকির।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ ও সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি ইসলাম উদ্দিন, ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবুর রহমান, গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলাম সিনহা, ইসমাইল হোসেন, শরীফুল ইসলাম শরীফ, জসিম তাজসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয় এবং তাদের আগামী পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের জন্য দোয়া করা হয়।