April 17, 2025, 1:01 pm

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
বাঁচতে চায় ক্যান্সারে আক্রান্ত মেধাবী ছাত্র আজিজ মোংলায় বজ্রপাতে বিএনপি নেতার মৃ-ত্যু নিয়মিত পরীক্ষার্থী ব-হিস্কার পলাশবাড়ীতে এক প্রক্সি পরীক্ষার্থী আ-টক অপ-রাধ দম-নে কঠোর অবস্থানে- কোতোয়ালী থানা পুলিশের এএসআই আয়েছ মাহমুদ পাট চাষে উৎপাদন বাড়াতে ঘাটাইলে বিনামূল্যে বীজ ও সার বিতরণ র‌্যাব-১২ এর অভিযানে ১৭ কেজি গাঁজাসহ ২ জন মা-দক ব্যবসায়ী গ্রেফতার মহেশপুরে এক বিধবা মহিলা’কে ভিটা থেকে উচ্ছেদের পায়-তারা-প্রশাসনের হস্তক্ষেপ কামনা। বানারীপাড়ায় যৌথ বাহিনীর হাতে মাদ্রাসা শিক্ষার্থী হ-ত্যাকান্ডের আ-সামী গ্রে-প্তার বিরামপুরে বিএনপি’র সংবাদ সম্মেলন রায়গঞ্জে মি-থ্যা মামলা দিয়ে নিরীহদের হ-য়রানি করার অভিযোগ  
এসএসসি পরীক্ষার্থীদের উৎসাহ দিতে উপহার নিয়ে শিক্ষার্থীদের বাড়িতে ইউএনও রুবেল রানা

এসএসসি পরীক্ষার্থীদের উৎসাহ দিতে উপহার নিয়ে শিক্ষার্থীদের বাড়িতে ইউএনও রুবেল রানা

খলিলুর রহমান খলিল,নিজস্ব প্রতিনিধিঃ

আসন্ন এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা ২০২৫ উপলক্ষে শিক্ষার্থীদের খোঁজখবর নিতে শিক্ষার্থীদের বাড়িতে বাড়িতে যাচ্ছেন রংপুরের তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রুবেল রানা । শিক্ষার জন্য এ প্রশাসনিক কর্মকর্তা ঘরে ঘরে শিক্ষার আলো জ্বালাতে নিজের দায়িত্ববোধ থেকে ছুটে চলেছেন উপজেলার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে।

জানা যায়, উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই মোঃ রুবেল রানা শুধু প্রশাসনিক কাজেই সীমাবদ্ধ থাকেননি বরং উপজেলায় শিক্ষার মান উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধিতে গ্রহণ করেছেন একাধিক ব্যতিক্রমী কার্যক্রম। তারই অংশ হিসেবে তিনি শুরু করেছেন শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নেওয়ার পরিকল্পনা।

হোম ভিজিটকালে ইউএনও রুবেল রানা শিক্ষার্থীদের সাথে কথা বলেন, তাদের পরীক্ষার প্রস্তুতির খোঁজ নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি অভিভাবকদেরও পরামর্শ দেন কীভাবে সন্তানদের আরও ভালোভাবে পড়াশোনায় মনোযোগী করা যায়।

এ বিষয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, এমন একটি উদ্যোগে অভিভাবকদের মধ্যে স্বস্তি ও সন্তুষ্টি প্রকাশ পেয়েছে। তারা বলছেন, একজন প্রশাসনিক কর্মকর্তার এমন সরাসরি সম্পৃক্ততা নিঃসন্দেহে শিক্ষাক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনবে।

আলমপুর চিকলি এলাকার একজন অভিভাবক বলেন, ‘ইউএনও স্যার আমাদের বাসায় এসে সন্তানদের পড়ালেখার খোঁজ নিয়েছেন, এটা আমাদের জন্য খুব গর্বের ও আনন্দের। এতে আমরা যেমন উৎসাহিত হয়েছি, তেমনি সন্তানরাও আরও মনোযোগী হচ্ছে।’

তারাগঞ্জ ও/এ বালিকা স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী তাসফিয়া আক্তার জানায়, ইউএনও স্যারের উপহার এবং উৎসাহে আমরা অনেক অনুপ্রাণিত হয়েছি। এখন পড়াশোনায় আরও মনোযোগ দিচ্ছি।

উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহীনুর রহমান বলেন, দীর্ঘ অভিজ্ঞতা থেকে বলছি, ইউএনও মহোদয়ের এই উদ্যোগ নিঃসন্দেহে শিক্ষাক্ষেত্রে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। তার হোম ভিজিট কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয় ও গ্রহণযোগ্য।

ইউএনও মোঃ রুবেল রানা বলেন, ‘আমাদের লক্ষ্য শুধু প্রশাসনিক দিক নয়, শিক্ষাক্ষেত্রেও একটি ইতিবাচক পরিবর্তন আনা। এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মনিটরিং, উৎসাহ প্রদান এবং শিক্ষার প্রতি মনোযোগ বৃদ্ধিই আমাদের উদ্দেশ্য। আমাদের শিক্ষার্থীরা যদি বইমুখী হয়, নিয়মিত পড়াশোনা করে, তাহলে তারা ভবিষ্যতে আরও ভালো করবে। এ কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে।’

তারাগঞ্জ উপজেলার সচেতন মহল, অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসী এই ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়ে বলছেন, এ রকম উদ্যোগ অব্যাহত থাকলে আগামী দিনে তারাগঞ্জ উপজেলায় শিক্ষার মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD