April 7, 2025, 11:48 pm
স্টাফ করেসপন্ডেন্ট
:ফিলিস্তিনে ইহুদীবাদী অবৈধ ইসরায়েলের চালানো গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল,সমাবেশ ও মানববন্ধন করেছে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ময়মনসিংহ জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ।
সোমবার (৭এপ্রিল) বিকাল ৪ ঘটিকায় ফিলিস্তিনের গাজায় অভিশপ্ত ইহুদী রাষ্ট্র কর্তৃক ইতিহাসের নিকৃষ্টতর বর্বরতম গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন শেষে টাউন হল শহীদ মিনার চত্বরে এসে এক মতবিনিময় সভায় মিলিত হন দলটির নেতারা।
মতবিনিময় সভায় বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ময়মনসিংহ জেলা আমীর হাফেজ মাওলানা আজিজুল হক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি শরীফুর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কেন্দ্রীয় সাংগঠনিক সচিব মাও আবু তাহের খান বলেন, ইসরায়েল আমেরিকাসহ পশ্চিমা রাষ্ট্রগুলোর আসকারা পেয়ে ফিলিস্তিনের মুসলিমদের হত্যা করছে। যা ইতিহাসে নিন্দনীয় হয়ে থাকবে। এসময় তিনি পশ্চিমাদের জরুরিভিত্তিতে ইসরায়েলকে সহযোগিতা বন্ধ করতে হবে এবং ফিলিস্তিনের ওপর গণহত্যা, জুলুম, নির্যাতন বন্ধ করতে হবে। জাতিসংঘসহ মুসলিম দেশগুলোকে ইসরাইলের ওপর যুদ্ধ বন্ধ করার চাপ সৃষ্টি করার আহবান জানান।
তিনহ বলেন, ইসরায়েল মধ্যপ্রাচ্যের জন্য বিষফোঁড়া হিসেবে দাঁড়িয়ে আছে। ইসরায়ে ১৯৪৭ সালে ফিলিস্তিনের ভূমি দখল করে অবৈধ রাষ্ট্র গড়ে তোলে।
তার জন্য আমেরিকা, যুক্তরাজ্যসহ পশ্চিমাবিশ্ব সহযোগিতা করেছে। যতদিন পর্যন্ত ফিলিস্তিন স্বাধীন না হবে, ততদিন পর্যন্ত মধ্যপ্রাচ্যে শান্তি আসবে না। তাই ওআইসি ও মুসলিম দেশগুলোকে চীন, রাশিয়ার সহযোগিতা নিয়ে জাতিসংঘের মাধ্যমে ফিলিস্তিনকে স্বাধীন করার কার্যক্রম বেগবান করতে হবে।
তিনি রাশিয়াসহ সব মুসলিম দেশকে এমন জরুরি মুহূর্তে ফিলিস্তিনের পাশে দাঁড়িয়ে তার হাতকে শক্তিশালী করতে এবং জরুরি ভিত্তিতে যুদ্ধ বন্ধ করতে বিশ্ববাসীর কাছে আহ্বান জানান।
এ সময় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন
ময়মনসিংহ মহানগর আমীর হাফেজ মাওলানা উমর ফারুক, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা সাইফুল মালেক সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মাও আবু তাহের খান বলেন, ইসরায়েলি রাষ্ট্র প্রতিনিয়ত ফিলিস্তিনকে ধ্বংস করে দিচ্ছে। আমরা সবাই যেন প্রতিবাদী হই। আমাদের সমগ্র মুসলিম উম্মা যেন জাগ্রত হই। সবাই ফিলিস্তিনের পাশে দাঁড়াই। তিনি আরো বলেন, আমরা চাই জাতিসংঘকে আমাদের মুসলিম ভাই ফিলিস্তিনের পক্ষে থাকতে হবে। নেতানিয়াহুকে ফাঁসি দিতে হবে। সবাইকে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান তিনি।