April 7, 2025, 11:53 pm
খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধি:
তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের ২০২৩-২৪ অর্থবছরের ভিজিডির ৫৬৯ জন কার্ডধারীর সঞ্চয়ের অন্তত ৩৭৫,৫৪০ লাখ টাকা দুই বছর ধরে পকেটে রাখা হয়েছে। সয়ার ইউনিয়নের চেয়ারম্যান আল ইবাদাত হোসেন পাইলটের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।
ভুক্তভোগীদের অভিযোগ সূত্রে জানা যায় , রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের ভিজিডি কার্ড সুবিধাভোগীদের প্রত্যেকের একাউন্টে ৫ হাজার ২৮০টাকা থাকার কথা থাকলেও একাউন্টে আছে আনুমানিক ৪৬৮০ টাকা। দায়িত্বপ্রাপ্ত কোনো দপ্তরই এ অনিয়মের খবর রাখেনি। জানা গেছে, উপজেলা মহিলাবিষয়ক অফিসের মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ২০২৩-২৪ অর্থবছরের প্রতিটি ইউনিয়নের স্থানীয় চেয়ারম্যান ও মহিলাবিষয়ক কর্মকর্তার মনোনীত অসহায় দুস্থ পরিবারকে দুই বছর মেয়াদে মাসে ৩০ কেজি খাদ্য সহায়তা প্রদান করা হয়। নির্দেশনা মোতাবেক ওই উপকারভোগীদের কাছ থেকে প্রতি মাসে সঞ্চয় হিসাবে ২২০ টাকা অনলাইন ব্যাংকিংয়ে স্ব-স্ব একাউন্টে জমা রাখার নিয়ম বেঁধে দেয় কর্তৃপক্ষ, যা মেয়াদ শেষে এককালীন ফেরত প্রদান করবেন ওই অনলাইন ব্যাংকিং এজেন্ট। অপরদিকে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানের মনোনীত এনআরবিসি অনলাইন ব্যাংকিংয়ের এজেন্ট ব্যাংকে সঞ্চয় জমা রাখার দায়িত্ব দেন ইউনিয়ন পরিষদের ইউডিসি উদ্যোক্তা সাদ্দাম হোসেন কে । সঞ্চয় জমা রাখতে সয়ার ইউনিয়নের ৫৬৯জন ভিজিডি সুবিধাভোগীর স্ব-স্ব একাউন্ট খোলেন এজেন্ট ব্যাংটি, সেখানে সুবিধাভোগীদের প্রতিমাসের সঞ্চয়ের টাকা জমা দেয়ার কথা থাকলেও তিন মাসের টাকা নিজের পকেটেই রেখে দেন চেয়ারম্যান আল ইবাদত হোসেন পাইলট। তিনি ওই সুবিধাভোগীদের ৩ মাসের সঞ্চয়ের টাকা তাদের স্ব-স্ব একাউন্টে জমা না করে দুই বছর ৩৭৫,৫৪০লাখ টাকা পকেটে রাখেন।
উপজেলার সয়ার ইউনিয়নের বেশ কিছু এলাকা ঘুরে সুবিধাভোগীদের সাথে কথা বলে জানা যায়, ভিজিডি কার্ডের বিতরণের মেয়াদ ডিসেম্বর মাসে শেষ হয়ে গেলেও এখন পর্যন্ত পাননি সঞ্চয়ের টাকা, টাকা তুলতে গেলেই নানান টালবাহানা দেখান চেয়ারম্যান আল ইবাদত হোসেন পাইলট।
সুবিধাভোগীর সঞ্চয়ের টাকা পকেটে রাখার বিষয়ে জানতে চাইলে সয়ার ইউনিয়নের ইউডিসি উদ্যোক্তা সাদ্দাম হোসেন জানায়, অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার আগে তিন মাসের টাকা চেয়ারম্যান তার নিজের হাতেই রেখেছে, টাকা জমা দেয়ার কথা থাকলেও এখন পর্যন্ত তিনি টাকা দেননি, তাই সুবিধাভোগীদের সঞ্চয়ের টাকা ফেরত দিতে একটু বিলম্ব হচ্ছে।
ডিসেম্বরে মেয়াদ শেষে ১৫ দিনের মধ্যে সঞ্চয়ের টাকা ফেরত দেয়ার নিয়ম থাকলেও কেন দেওয়া হয়নি জানতে চাইলে আল ইবাদত হোসেন পাইলট প্রতিবেদকে জানায় , কিছু সমস্যার জন্য সঞ্চয়ের টাকা ফেরত দেওয়া হয়নি, তবে দুই-একদিনের ভিতরে সঞ্চয়ের টাকা ফেরত দেয়া হবে।
এ বিষয়ে মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে কথা হলে তিনি জানান, সুবিধাভোগীদের সঞ্চয়ের টাকা রাখার জন্য স্ব-স্ব একাউন্ট খুলে দেওয়া হয়েছে, ওই টাকা চেয়ারম্যানের নিজ হস্তে রাখার কোন নিয়ম নাই।