April 13, 2025, 3:40 pm
চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ
বাংলাদেশ শিক্ষক সমিতি রাজশাহীর চারঘাট উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। রবিবার ( ৬ এপ্রিল) বিকাল ৩টায় চারঘাট বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে দুই বছর মেয়াদী এ কমিটি ঘোষণা করা হয়।
এতে সভাপতি হিসেবে মনোনিত হন হলিদাগাছী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেন এবং সাধারন সম্পাদক হিসেবে মনোনিত হন খোর্দগোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম রশিদুল ইসলাম। এছাড়াও সাংগঠনিক সম্পাদক হয়েছেন ঝিকরা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুল মান্নাফ।
কমিটি ঘোষণা করেন নাওদাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওয়াজ নবী। আগামী সাত কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানানো হয়।
এ সময় চারঘাট উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান, সহকারী প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
মোঃ মোজাম্মেল হক
চারঘাট, রাজশাহী