April 6, 2025, 8:49 pm
বায়জিদ হোসেন, মোংলা।
বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‘ধর্মের নামে দেশে কোনো বিভক্তি হতে দেওয়া যাবে না। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্মকে ব্যবহার করে যারা বিভক্তি করতে চায় তাদের জায়গা দলে হবে না। সকলকে একসঙ্গে কাজ করতে হবে। সকল ধর্মের লোকজন চমৎকার পরিবেশ যার যার উৎসব পালন করবে এটাই এদেশের চিরন্তন নীতি।
শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় মোংলার উপজেলার সুন্দরবন ও চাঁদপাই ইউনিয়নের পৃথক মন্দিরে সনাতনী ধর্মের বাসন্তী পূজা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশে যেন অশুভ শক্তি ফিরে না আসে তার জন্য আমাদের সকল ধর্মের মানুষদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
হিন্দুদের পাশে বিএনপির নেতাকর্মীরা ছায়া হয়ে থাকবে। হিন্দু সম্প্রদায়ের সবাই এ দেশের নাগরিক। আপনারা কেউ দুর্বল নন। আপনাদের পাশে বিএনপির নেতাকর্মীরা ছায়া হয়ে থাকবে। যাতে করে কোনো দুষ্কৃতকারী, চক্রান্তকারীরা আপনাদের দিকে চোখ তুলে তাকাতে না পারে।
এ সময় উপস্থিত উপজেলা বিএনপির আহ্বায়ক স,ম ফরিদ উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক শেখ রুস্তুম আলী, উপজেলা বিএনপির সদস্য সচিব মান্নান হাওলাদার, বিএনপি নেতা আবু হোসেন পনি,
বাংলাদেশ হিন্দু বৈদ্ধ খিস্ট্রান কল্যাণ ফ্রন্ট এর সহ সাংগঠনিক সম্পাদক সুব্রত মজুমদার, উপজেলা যুবদলের সদস্য সচিব মোল্লা সফরুল হায়দার সুজন, সুন্দরবন ইউনিয়নের সাধারণ সম্পাদক হাওলাদার নাছির উদ্দিন, বুড়বুড়িয়া পুজা উদযাপন কমিটির সভাপতি বিভাষ মজুমদার, সাধারণ সম্পাদক সুদান মন্ডল সহ দলের বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতা কর্মীরা ও সনাতনী নেতৃবৃন্দ।
সব শেষে উপজেলার কাইনমারি পূজা মন্দির পরিদর্শন করেন তিনি।