April 8, 2025, 8:24 am

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
চারঘাটে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত ফিলিস্তিনের গাজাবাসীদের উপর ব-র্বর ইসরায়েলি গণহ-ত্যার প্রতিবাদে আশুলিয়ায় শিক্ষার্থীদের মানববন্ধন প্রেমের টানে বাংলাদেশের আশুলিয়ায় ছুটে এসেছেন ফিলিপাইনের সাইরা খান নলছিটিতে প্র-তারণা মামলার সা-জাপ্রাপ্ত আসামি গ্রেফতার দেশে ফিরেই রেললাইনে মাথা দিয়ে সেনবাগের কাতার প্রবাসী দুলালের আত্মহ-ত্যা মিয়ানমারে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে উদ্ধারকারী ও মেডিকেল টিমের কার্যক্রমের সর্বশেষ পরিস্থিতি গাজায় ইসরায়েলি হা-মলার প্রতি-বাদে পঞ্চগড়ে বিক্ষো-ভ মিছিল ময়মনসিংহ ঘু-ষ বাণিজ্য ও দু-র্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় বুনেছেন ভূমি কর্মকর্তা তারাগঞ্জে চেয়ারম্যানের পকেটে দুস্থের টাকা “সঞ্চয় ফেরত দিতে টালবাহানা ফিলিস্তিনে গণহ-ত্যার বিরুদ্ধে ময়মনসিংহে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির প্রতিবাদ
স্বাস্থ্যসেবা দিয়ে প্রাণবন্ত ছিল মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ঈদের টানা ছুটিতে প্রসূতি সেবা পেয়ে খুশি ঝিনাইদহের গর্ভবতী নারীরা

স্বাস্থ্যসেবা দিয়ে প্রাণবন্ত ছিল মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ঈদের টানা ছুটিতে প্রসূতি সেবা পেয়ে খুশি ঝিনাইদহের গর্ভবতী নারীরা

ঝিনাইদহ জেলা সংবাদদাতাঃ
ঈদের দিন দুপুর সাড়ে ১২টা। সবাই আনন্দে ব্যস্ত। রিমা খাতুন নামে এক গর্ভবতী নারীর কপালে চিন্তার ভাজ। এই ছুটির দিনে প্রসূতি সেবা তিনি কোথায় যাবেন ? সরকারী ও বেসরকারী সব হাসপাতলে টানা ছুটি। বিশেষজ্ঞ চিকিৎসকরাও যে যার মতো গ্রামে ঈদ করতে গেছেন। প্রসব বেদনা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। উপায়ান্ত না পেয়ে স্বামী উজ্জল হোসেনের সঙ্গে আসলেন ঝিনাইদহ মা ও শিশু কল্যান কেন্দ্রে। প্রসব বেদনায় ছটফট করতে থাকা নারী রিমা খাতুনকে দেখে ঝিনাইদহ মা ও শিশু কল্যান কেন্দ্রের ভিজিটর মুর্শিদা পারভীন ও মনিষা রানী শর্মা দ্রæত তাকে ওটিতে নিয়ে গেলেন। দীর্ঘক্ষন চেষ্টার পর স্বাভাবিক ভাবে বাচ্চা প্রসব করলেন রিমা খাতুন। হাফ ছেড়ে বাঁচলেন রিমা ও তার স্বজনরা। শুধু রিমা খাতনুই নয়, ঈদের টানা ছুটিতে এভাবেই একাধিক প্রসূতি নারী ও শিশুদের স্বাস্থ্যসেবা দিয়ে গেছেন ঝিনাইদহ মা ও শিশু কল্যাণ কেন্দ্রের স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকরা। ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকার উজ্জল হোসেন জানান, ঈদের ছুটির দিন তিনি তার প্রসূতি স্ত্রীকে নিয়ে মহাচিন্তায় ছিলেন। কিন্তু ঝিনাইদহ মা ও শিশু কল্যাণ কেন্দ্রে সার্বক্ষনিক সেবা চালু থানায় তিনি চিন্তামুক্ত হন। তাছাড়া তেমন অর্থও ব্যায় হয়নি। বিষয়টি নিয়ে ঝিনাইদহ মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার (ক্লিনিক) ডাঃ মাহবুবা আখতার তাবীয়া জানান, টানা ছুটির মধ্যে ঝিনাইদহ মা ও শিশু কল্যাণ কেন্দ্রের বিজিটর ও কর্মচারীদের সার্বিক সহায়তায় এমন ফলপ্রসূ সেবা অব্যাহত রাখা সম্ভব হয়েছে। তিনি বলেন, বন্ধের মধ্যে দুই জন গর্ভবতী মাকে স্বাভাবিকভাবে প্রসব করানো হয়। এছাড়া একাধীক গর্ভবতী নারীকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করা হয়। ঝিনাইদহ পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মোজাম্মেল করিম জানান, জেলার মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলেতে ছুটিকালেও প্রসূতিদের স্বাভাবিক প্রসব করানো হয়েছে। আগত সেবা প্রত্যাশিদের চাহিদা অনুযায়ী পরিবার পরিকল্পনা সংক্রান্ত প্রদান অব্যাহত ছিল। তিনি বলেন, ঈদের চলমান ছুটির মধ্যে মোবাইল ফোনের মাধ্যমে গর্ভবতী নারীদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হচ্ছে। স্বাস্থ্যকর্মীরা সেবাগ্রহীাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে যাচ্ছে বলেও তিনি জানান।

আতিকুর রহমান
ঝিনাইদহ।।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD