April 12, 2025, 8:38 am

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর অভিযানে ৯২ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার গৌরনদীতে কবি সাহিত্যিক হারিস মিজানের সাহিত্যকর্ম নিয়ে আলোচনা ও সাহিত্যি আড্ডা তারাগঞ্জে সমন্বয়ক পরিচয় ডাক্তারের উপর হাম-লা থানায় অভিযোগ বিশ্বের ঐতিহ্যবাহী হযরত খানজাহান (রহ.) মাজারে ভক্তদের ঢল তিন দিনব্যাপী ‘খাঞ্জেলী মেলা শুরু সাংবাদিক মাহতাবকে গ্রে-ফতারে নি-ন্দার ঝড় মোরেলগঞ্জে লাখো মতুয়া ভক্তের মিলন মেলায় বিএনপি নেতা কাজী শিপন কৃষকের বেঁচে থাকার একমাত্র অবলম্বন ধান আর সেই ধানে মুকুল আসার আগেই গরিব কৃষক আব্দুল হান্নান অ-ত্যাচারের শিকার ঝিনাইদহের মহেশপুর সিমান্তে বিএসএফ পি-টিয়ে মা-রলো বাংলাদেশী এক যুবককে ফিলিস্তিনি মুসলমানদের হ-ত্যার প্রতিবাদে রায়গঞ্জে বিক্ষো-ভ মিছিল রুমা ও থানচিতে শেরপুর পাড়া সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্পিং ও আ-র্থিক সহায়তা প্রদান
উজিরপুরে গৃহবধু আত্মহ-ত্যা নয় হ-ত্যা করে আত্মহ-ত্যার নামে চালিয়ে দেয়ার পরিবারের অভিযোগ

উজিরপুরে গৃহবধু আত্মহ-ত্যা নয় হ-ত্যা করে আত্মহ-ত্যার নামে চালিয়ে দেয়ার পরিবারের অভিযোগ

কে এম সোহেব জুয়েল ঃ বরিশালের উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের মশাং গ্রামের ভ্যান চালক হত দরিদ্র রুবেল মোল্লার কন্যা নিশি আক্তার ২০ কে গলায় ওরনা পেচিয়ে শ্বাস রুদ্ধ করে হত্যা করে লাষ ঘড়ের আড়ার সাথে ঝুলিয়ে রেখে আত্ম হত্যা বলে চালিয়ে দিতে বিভিন্ন অপ – কৌশলে মরিয়া উঠছেন, নিশির স্বামি রাব্বি -২৩, ও তার (রাব্বির) ২ য় স্ত্রী লামিয়া- ১৯ রাব্বির মা পাখি বেগম ৪৫ খালা হেনা বেগম ৪০,এমন অভিযোগ করছেন নিহত নিশি আক্তারের পরিবারের লোকজন।

নিশির অসহায় বাবা ভ্যান চালক রুবেল মোল্লা অভিযোগ করে বলেন,গত ৪ বছর পুর্বে তার কন্যা নিশিকে একই গ্রামের লিটন হাওলাদারের পুত্র রাব্বির কাছে ইসলামি শরিয়ত মোতাবেক বিবাহ দেন । বিবাহের পর থেকে তার (নিশি) স্বামী রাব্বি শাশুরি পাখি বেগম যৌতুকের জন্য নিশিকে মার ধর করতেন।

কিন্তু অসহায় পিতা ভ্যান চালক রুবেলের পক্ষে যৌতুকের টাকা দেয়া সম্ভব না হওয়ায় নিশির স্বামী গত ৩/৪ মাস পূর্বে উজির পুর থানার সাতলা ইউনিয়নের পূর্ব সাতলা গ্রামের আবদুল হাইয়ের কন্যা লামিয়াকে প্রেমের মাধ্যমে বিয়ে করেন বখাটে নিশির স্বামী রাব্বি । এ নিয় নিশির সংসারে চরম অশান্তি বিরাজ করে স্বামী রাব্বি সাথে।

তারি ধারাবাহিকতায় গত, ৪/৫ দিন পূর্ব নিশিকে হত্যার চিন্তা মাথায় নিয়ে ছোট স্ত্রী লামিয়াকে ঘড়ে তুলতে তার নিজ বাড়ি ছেরে মশাং বাজারের সন্নিকটে নির্জন এক বাড়ি ভারা করে নিশিকে ঘড়ে উঠিয়ে নিশির দুই বছরের শিশুকে দুরে সরিয়ে রাখে নিশির স্বামী রাব্বি।

এবং পূর্ব পরিকল্পিত ভাবে ৪ ঠা এপ্রিল ২০২৫ ওই ভারা বাড়িতে নিশির স্বামী রাব্বি তার মা পাখি বেগম-,খালা হেনা বেগম, রাব্বির ২য় স্ত্রী – লামিয়া নিশিকে গভীর রাতে শ্বাস রুদ্ধ করে হত্যা করে অপ মৃত্যু বলে চালিয়ে দিতে ব্যাস্হ সময় পারি দিতে বিভিন্ন জায়গায় দৌরঝাপ চালাচ্ছেন বলে এমন অভিযোগ করেন নিশির পিতা রুবেল হাওলাদার ও তার পরিবারের লোকজন।

নিশির হত্যার পর নিশির স্বশুরালয় তার (নিশির) মা বাবাকে ৪ এপ্রিল সকাল ৭ টায় ফোন দিলে তারা নিশির (পরিবারের লোকজন ) এসে স্হানীয় লোকজনকে অবহিত করেন। স্হানীয়রা উজিরপুর থানা পুলিশকে অবগত করলে পুলিশ ঘটনা স্হান পরিদর্শন করে লাশের ময়না তদন্ত শেষে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরন করেন।

এ বিষয় উজিরপুর থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে পুলিশ সুত্রে জানা গেছে। নিশির পরিবারের লোকজনের অভিযোগ নিশি আত্ব হত্যা নয় তার স্বামী ও তার শ্বশুর বাড়ির লোকজন পরিকল্পিত ভাবে নিশিকে হত্যা করে হত্যা এড়াতে নানান কৌশল অবলম্বন করছেন। তাই নিশির পরিবারের লোকজন এই হত্যা কান্ডের বিচারের দাবি জানিয়েছেন প্রশাসনেন সর্ব মহলে।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD