April 3, 2025, 10:55 pm
আজিজুল ইসলাম, যশোরঃ যশোরের শার্শায় যশোর বেনাপোল মহাসড়কে প্রাইভেট কারের ধাক্কায় রাসেল হোসেন (২০) ও জাহিদ হোসেন (২২) নামে দু’যুবক নিহত হয়েছে। তারা দু’বন্ধু ঈদ আনন্দে মোটর সাইকেলে করে ঘুরতে বেরিয়েছিলো। বুধবার(২ এপ্রিল) রাত ১০ টার দিকে যশোর – বেনাপোল মহাসড়কে শার্শা উপজেলা স্টেডিয়ামের সামনে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।
নিহত রাসেল হোসেন শার্শা উপজেলার বৃত্তিবারীপোতা গ্রামের খলিলুর রহমানের ছেলে ও জাহিদ হোসেন একই গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।
প্রতাক্ষদর্শীরা জানান, একটি নম্বর বিহীন কালো রংয়ের এ্যাপাচি ফোর ভি মোটরসাইকেল চেপে রাসেল ও জাহিদ নাভারন হতে বেনাপোল যাওয়ার সময় পেছন থেকে একটি দ্রুতগামী প্রাইভেটকার মোটরসাইকেলে সজোরে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে মোটরসাইকেল চালক ও পেছনে বসা অপর যুবক রাস্তায় ছিটকে পড়ে মাথায় আঘাত প্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
নাভারণ হাইওয়ে থানার অফিসার ইনাচার্জ (ওসি) রোকনুজ্জামান ঘটনা নিশ্চিত করে জানান, নিহত দু’যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পালিয়ে যাওয়া প্রাইভেটকারটি আটকের চেষ্টা চালানো হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানিয়েছেন।