April 4, 2025, 4:20 pm
আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ ধামইরহাটে সড়ক দুর্ঘটনায় ১জন নিহত ৪ জন আহত হয়েছে। দুর্ঘটনা কবলিত মোটর সাইকেল আরোহী আঃ খালেক (৩২) বলেন সুত্রে জানা যায় সন্ধা সোয়া ৭টায় হেল্থ টেকনোলজি ইন্সটিটিউট এর সামনে দুর্ঘটনা ঘটে।আঃ খালেক ও খাজা ময়েন উদ্দিন ভুট্টু একই মোটর সাইকেলে ছিল। তাদের উভয়ের বাড়ী পত্নীতলা উপজেলা র গগনপুর গ্রামে।দুজনেই ঈদের আনন্দে আলতাদিঘী জাতীয় উদ্যান থেকে বাড়ী ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত আলবার্ট মার্ডি (৪০) ধামইরহাট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। তার শশুর ইশ্বর মার্ডি (৫৫) ঝখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। গুরুতর আহত রুবেল (৩৫) কে রামেক হাসপাতালে রেফার করা হয়। তার বাড়ী পত্নীতলা উপজেলার জামগ্রাম গ্রামে। ধামইরহাট থানার ওসি তাৎখনিক হাসপাতালে রোগীদের খোঁজ খবর নেন এবং ঘটানাস্থল থেকে ভাঙ্গা মোটর সাইকেল উদ্ধার করেন।