April 4, 2025, 4:24 pm
নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গোদাগাড়ীর মুরারীপুরে এক বাল্য বিয়ে ধুমধাম করে আয়োজন করেছিল কনের পিতা। সে বিয়ে বন্ধ করে দিয়েছেন ইউএনও।
এলাকাবাসী সূত্রে জানা গেছে বৃহস্পতিবার ১ টা ৩০ মিনিটের সময় উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ এর নেতৃত্বে অভিযান পরিচালনা করেন। মেয়ে স্থানীয় একটি মাদরাসার ১০ম শ্রেণির ছাত্রী। বিবাহের উপযুক্ত বয়স না হওয়ায় বিয়ে বন্ধ করা হয় এবং উপযুক্ত বয়স হলে তার পর বিয়ে দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়।
বর ( জামাই) গোদাগাড়ী পৌরসভার মাদারপুর মহল্লার আশরাফুলের ছেলে মুন্না ঘটনা জানতে পেরে রাস্তা থেকে ফেরত আসে বর ও বরযাত্রী। সংশ্লিষ্ট কাজী ইউএনওর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। এ সময় মেয়ের পিতা বাদশাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে পরবর্তীতে চুরি করে যেন বিয়ে না দেয় সেজন্য স্থানীয় মুরুব্বিদের দায়িত্ব দেয়া হয়। কোনভাবে এ বিয়ের আয়োজন করা হলে আইন অনুয়ায়ী ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান ৩ এপ্রিল প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উপজেলার গোদাগাড়ী ইউনিয়নের মুরালীপুর গ্রামে বাল্য বিবাহ প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় মেয়ে পক্ষকে ৫ হাজার টাকা টাকা অর্থ দন্ড প্রদান করা হয়েছে। এলাকার মুরব্বি ও গন্যমান্যব্যক্তিদের দায়িত্ব দেয়া হয়েছে কোনভাবে এ বাল্য বিয়েটি আর হতে না পারে। সংশ্লিষ্ট কাজির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে এবং জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
মোঃ হায়দার আলী
নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী।