April 4, 2025, 4:42 pm
রংপুর থেকে আবু নাসের সিদ্দিক তুহিন। –
গাইবান্ধা জেলা সমিতি রংপুর এর ইফতার ও দোয়া মাহফিল মাহফিল গত শনিবার রংপুর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
গাইবান্ধা জেলা সমিতি রংপুর এর সভাপতি কৃষিবিদ শওকত আলী সরকারের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা সমিতি রংপুর এর সাবেক সভাপতি ড এসেছি এম আবু তাওয়া ব খন্দকার, কৃষিবিদ নূরুল ইসলাম সর্দার, আব্দুল লতিফ সরকার, ড মোজাম্মেল হক সর্দার, শফিকুল ইসলাম, কাজী খলিলুর রহমান, খন্দকার মামুনুর রহমান, সাংবাদিক আবু নাসের সিদ্দিক তুহিন, ও গাইবান্ধা জেলা সমিতি রংপুর এর সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সরকার।
গাইবান্ধা জেলা সমিতি রংপুর সাতরং নামের একটি মুখপত্র উম্মোচন করেন ।খুব শিগগিরই একটি সম্মেলন করে নতুন কমিটি উপহার দেবেন । অনুষ্ঠানটিতে শতাধিক গাইবান্ধা জেলার মানুষ যারা বর্তমানে রংপুর জেলাতে কর্মরত।
গাইবান্ধা জেলা সমিতি রংপুর এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানটি পরিচালনা করেন লেখকও সাংবাদিক আবু নাসের সিদ্দিক তুহিন।