April 3, 2025, 10:43 pm
শেখ সাইফুল ইসলাম কবির, বিশেষ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে দেশের বিভিন্ন স্থান থেকে আগত প্রবাসী সহ বিশিষ্ট জনদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে এক ঈদ পুন:মিলিনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১২ টায় উপজেলা আবুহুরাইরা আদর্শ দাখিল মাদ্রাসার সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বাগেরহাট জেলা শিক্ষা ও গবেষণা সভাপতি বাগেরহাট-৪, (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীম বলেন, মানুষের সৃষ্টি আইন ও শাসন দ্বারা দেশে স্বৈরাচার ও ফ্যাসিষ্ট সরকারের জন্ম হয়। সাধারণ মানুষের মুক্তির একমাত্রই পথ কোরআনের পরিচালিত রাষ্ট্র ব্যবস্থায় মানুষের মধ্যে শান্তি এনে দিতে পারে। ছাত্র জনতার স্বাধীনতার কাঙ্খিত সুফল পৌছে দিতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
পূন:মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও বাগেরহাট জেলা জামায়াতে ইসলামী নায়েবে আমির এ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ। উপজেলা নায়েবে আমীর অধ্যাপক মাওলানা শাহাদাৎ হোসাইনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে এ সময় বক্তৃতা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারী মাষ্টার মনিরুজ্জামান, সহকারী সেক্রেটারী মাওলানা মাকসুদ আলী খান, জামায়াত নেতা মাওলানা সাইফুল ইসলাম, উপজেলা শ্রমীক কল্যান সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান খান, মাওলানা আব্দুল ছালাম খান সহ বিভিন্ন নেতৃবৃন্দ। সভাশেষে জুলাইয়ের ছাত্র জনতা গণ অভ্যুথানে শাহাদাত বরনকারী শহীদদের বিদায়ী আত্তার মাখফিরাত কামানা করে এক দোয়া অনুষ্ঠিত হয়।