April 3, 2025, 3:07 am
নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসারের বাংলোতে মেহমানদের সাথে ঈদের দিনের আনন্দ ভাগাভাগি করতে বিশেষ খাবারের ব্যবস্থা এবং ওই দিনই উপজেলা পরিষদ চত্তরে ঈদের নামাজে অংশগ্রহন করতে আসা মুসল্লিদের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মিষ্টিমুখের আয়োজন করে প্রশাংসায় ভাসছেন ইউএনও ফয়সাল আহমেদ।
এমন আয়োজন গোদাগাড়ী উপজেলায় প্রথম হয়েছে বলে জানান অনেকে। এখানে ধনী গরীব ভেদাভেদ ভুলে গিয়ে মিলে মিশে একাকার হয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন। এর আগে উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ তিন শতাধিক গরীব, অসহায়, খেটে খাওয়া মানুষের মাঝ ইদ উপহার সামগ্রী বিবরণ করেছেন।
ইদ উপহার সামগ্রীর মধ্যে চাল, সেমাই, দুধ,চিনি, খেজুর, সয়াবিন তেল, নুডলস, সুগন্ধি সাবান লাক্স, চিপস, পেয়াজ, আলু, শাড়ি, লুঙ্গী উল্লেখযোগ্য ছিল।
উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ জানান, অসাহায়, গরীর মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই মূলত মিষ্টি মুখ ও খাবারের ব্যবস্থা করা হয়েছে। সব শ্রেণীর মানুষের সাথে ঈদের আনন্দ, শুভেচ্ছা বিনিময়, খোঁজ খবর নিয়েছি ভালই লেগেছে। আগামীতে এধরনের অনুষ্ঠান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
আগত মেহমানগন এধরনের অনুষ্ঠানে আসতে পেরে তারা দারুন খুশি। ইউএনওর প্রশাংসা করতে ব্যস্তছিল অনেকে।
মোঃ হায়দার আলী
রাজশাহী।