April 3, 2025, 3:14 am
বিশেষ প্রতিনিধি :
বানারীপাড়া কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদের প্রাচীনতম কেন্দীয় ঈদগাহের কমিটি গঠন করা হয়েছে। ঈদগাহটি বানারীপাড়ার পৌরশহরের প্রানকেন্দ্রে ২নং ওয়ার্ডের টেম্পু স্টেন্ডে অবস্থিত। প্রায় পঞ্চাশের অধিক বছর ধরে এই ঈদগাহে মুসুল্লিরা ঈদ ও কোরবানির নামাজ আদায় করে আসছে। ঐতিহ্যবাহী এই ঈদগাহ,মসজিদ,মাদ্রাসা ও গোরস্থানের প্রতিষ্ঠাতা মরহুম এনায়েত হোসেন মোল্লা ও তার পরিবারের সকল সদস্যরাও ছিলেন এর ভূমিদাতা। যার জমির পরিমান ছিল ৩৪.৬২ শতাংশ। সেই থেকে এই ঈদগাহ,মসজিদ,মাদ্রাসা ও গোরস্থান বানারীপাড়ার সকল সাধারন মানুষ ব্যবহার করে আসছে।
আজ সোমবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বানারীপাড়া কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদের ঈদগাহে ঈদের জামাতে সহস্রাধিক ধর্মপরায়ণ মুসল্লিদের সর্বসম্মতিক্রমে আগামী তিন বছরের জন্য এই কমিটি গঠন করা হয়।
কমিটির সভাপতি পদে সাব্বির মোর্শেদ শিশির সহ-সভাপতি ইমন সাজ্জাদ শাওন, নাসির উদ্দিন, আসিফুল হক। সাধারণ সম্পাদক মোঃ নাঈম মোঘল যুগ্ন সম্পাদক মোঃ ইমাম হোসাইন সাংগঠনিক সম্পাদক মাইদুল ইসলাম শফিক সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এহসানুল কবীর তুষার কোষাধক্ষ্য মোঃ সালেহ আরিফ। এছাড়া সদস্যরা হলেন সায়মন ইসলাম সিয়াম,মোহাম্মদ বশির আহমেদ,গোলাম রাব্বি,এহসান,ফয়সাল হোসেন, জ্বিদ মুজিবী,শোয়েব,মিমন,শিহাব,মুশফিক ও নীরব কে সদস্য করে কমিটি গঠন করা হয়।
কমিটির উপদেষ্টা মন্ডলী সদস্যরা হলেন মোহাম্মদ আলী হোসেন মোল্লা,গোলাম মাহমুদ মাহবুব মাস্টার,মোঃ আব্দুস সালাম,মোঃ হাবিবুর রহমান জুয়েল,মোঃ শফিকুল আলম রিপন,মোঃ সাইদুল ইসলাম,শিক্ষক মোঃ মনিরুল ইসলাম মিঠু,মোঃ জামাল রেজা,মোঃ কবির সরদার,মোহাম্মদ জাকির হোসেন,মাওলানা মাসুম বিল্লাহ, মাওলানা নুরে নূহ,মাওলানা ইলিয়াস হুসাইন,জহিরুল আলম বিপুল মোল্লা,মোঃ সিদ্দিকুর রহমান,মওদুদ ইসলাম,আবু জাফর।
ঈদুল ফিতরের জামাত শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া মোনাজাত করা হয়। শেষে নতুন ঈদগাহ কমিটির পক্ষ থেকে মুসল্লিদের মিষ্টি বিতরন করা হয়।