April 12, 2025, 7:17 am
মোঃ বাবুল হোসেন. পঞ্চগড় :
পঞ্চগড়ে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ভবনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ মার্চ) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম।
সারজি আলম তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন রাজনৈতিক দলগুলোর মধ্যে যে পারষ্পরিক সম্পর্ক ছিল তা নিজ হাতে ধ্বংস করেছে শেখ হাসিনা। আমাদের নতুন বাংলাদেশে অন্যতম নতুন চ্যালেঙ্জ হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে শ্রদ্ধাবোধ ও পারস্পরিক সম্পর্ক ফিরিয়ে আনা। তাহলে আগামীর নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে পারবো। সারজিস আরো বলেন, আমরা বিশ্বাস করি যে সূচনা জাতীয় নাগরিক পার্টি সহ অন্যান্যদলগুলোর তা শুরু হবে।
এসময় আরও বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নেতা ফরহাদ হোসেন আজাদ, জানায়াতের পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামীর আমীর ইকবাল হোসাইন, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তৌহিদুল ইসলাম জেলা জজকোর্টর পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আদম সুফি, জেলা জাগপার সহসভাপতি শামসুজ্জামান নয়ন প্রমূখ।